'ব্রেস্ট-ঠোঁট-শরীর' সবেতেই কাঁচি, টাকা থাকলেই রূপ বদলায়, প্লাস্টিক ক্যুইন মৌনিকে কটাক্ষ বলি তারকার
Oct 02 2021, 01:12 PM ISTপ্লাস্টিক সার্জারির ট্রেন্ড দীর্ঘদিন ধরেই বলিউডে চলে আসছে। বলিউডের প্রথমসারির অভিনেত্রীরা সকলেই রয়েছেন সেই তালিকায়। কেবল সার্জারি নয়, রোগা থেকে মোটা, কালো থেকে ফর্সা হওয়ার জন্য নানা রকমের থেরাপিও করিয়ে থাকেন বলি অভিনেত্রীরা। সেই তালিকায় রয়েছেন বঙ্গতনয়া মৌনি রায়। এবার মৌনির চেহারা নিয়ে কটাক্ষ করলেন বলিউডের চর্চিত অভিনেতা কমল খান। টাকা থাকলেই রূপ বদলে যায়, প্লাস্টিক ক্যুইন মৌনিকে কটাক্ষ কমল খানের।