বলিউড অভিনেত্রী মৌনি রায়কে দেখা গেল জিমি চু ইভেন্টে। মৌনির ড্রেস সেন্স বরাবরই নজরকাড়া। এবারও তার ব্যতিক্রম হল না।
প্যারিসে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী মৌনী রায়। ফ্রান্সের রাজধানী একটি প্রাচীন শহর। সেখানকার পুরনো স্থাপত্য ঘুরে দেখছেন মৌনী।
ছোটপর্দা থেকে বলিউড কাঁপানো অভিনেত্রী মৌনী রায় বরাবরই চমক দেন। এবারও কালো ওয়ান-পিসে উষ্ণতা ছড়ালেন এই অভিনেত্রী।
ছোটপর্দা থেকে বলিউড কাঁপানো অভিনেত্রী মৌনী রায় বরাবরই চমক দেন। এবারও মিনি ড্রেসে চমকে দিলেন এই অভিনেত্রী।
নিষ্ঠাভরে জন্মাষ্টমীর পুজো করলেন অভিনেত্রী । নিয়ম মেনে গোপাল পুজো করেন মৌনী রায় । হরি কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করলেন তিনি ।
মৌনী রায়, বলিউডের পরিচিত নাম। ছোট পর্দায় দিয়ে গ্ল্যামার জগতে পা রাখলেও বড় পর্দায় পরিচিত নাম মৌনী রায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর কালো শাড়ি পরা ছবি রীতিমত ভাইরাল।
কোচবিহারের মেয়ে মৌনী রায় কর্মসূত্রে দেড় দশকেরও বেশি সময় ধরে মুম্বইয়ে আছেন। তাঁকে বেশিরভাগ সময়ই পশ্চিমী পোশাকে দেখা যায়। সাহসী পোশাকের জন্যও বিখ্যাত মৌনী। তবে তিনি মাঝেমধ্যে শাড়িও পরেন। বাঙালির চিরাচরিত পোশাকেও তাঁকে দিব্যি মানায়।
মৌনি মানেই মারকাটারি ফিগার, মৌনি মানেই হট লুক। বোল্ড অবতরে বারে বারে ধরা দেন মৌনি। প্রায়শই হট ফোটোশ্যুট করিয়ে খবরে আসেন। এবারও একই পথে হাঁটলেন নায়িকা।
কালো শাড়ি গলাভরা চোকারে আরও সুন্দরী মৌনি, কানে পাশা ঝুমকো অতুলনীয় করেছে তাঁকে । সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে গেলেন এই অভিনেত্রী ।
মারকাটারি ফিগারে বোল্ড অবতরে বারে বারে ধরা দেন মৌনি রায়। এই বঙ্গতনয়ার রূপের জাদুতে কুপোকাত হন তাঁর সকল ভক্ত। এবার হল তেমনটাই। সদ্য ভাইরাল হয়েছে মৌনির কিছু ছবি।