বোল্ড লুক দিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগালেন নম্রতা মল্লা
Jun 18 2022, 06:23 PM ISTসম্প্রতি, নম্রতা মাল্লা, সোনালি রঙের বিকিনিতে তাঁর ছবি দিয়ে ইন্টারনেটে আগুন লাগিয়েছিলেন। ছবির সেই সেটে, তিনি এমন কিছু নাচের ভঙ্গি করেছেন যা তাকে হটনেসের আগুনে ঝলসে দিয়েছে দর্শকের মন। এদিকে, অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল খেসারি লাল যাদবের সাথে পর্দায় দুজনে রোমান্স করতে। সম্প্রতি প্রকাশিত 'দো ঘুন্ট' গানে তাঁরা একসঙ্গে জমকালো নাচ পরিবেশন করেছেন। এই গানে কণ্ঠ দিয়েছেন খেসারি ও শিল্পী রাজ।