২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন অবসর গ্রহণ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) দেহরক্ষী ঘোড়সওয়ারি বাহিনীর (President Body Guard) প্রধান ঘোড়া 'বিরাট' (Virat)। রবিবার মন কী বাত (Mann Ki Baat)অনুষ্ঠানে বিরাটের দক্ষতা অবদানের কথা তুলে ধরলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।