PM Narendra Modi: সুদান থেকে উদ্ধার হওয়া হাক্কি পিক্কি উপজাতির মানুষদের সঙ্গে কথা বললেন মোদী

রবিবার প্রধানমন্ত্রী শিবমোগায় হাক্কি পিক্কি উপজাতির সদস্যদের সঙ্গে কথা বলেছেন। সুদান থেকে উদ্ধার হওয়া ভারতীয়রা সরকারের নেওয়া পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

Share this Video

রবিবার প্রধানমন্ত্রী শিবমোগায় হাক্কি পিক্কি উপজাতির সদস্যদের সঙ্গে কথা বলেছেন। সুদান থেকে উদ্ধার হওয়া ভারতীয়রা সরকারের নেওয়া পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা বলেছেন, সুদানে তাঁরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। ভারতীয় দূতাবাদ কীভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে তাও বিস্তারিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁরা ডবল ইঞ্জিন সরকার নয়, তৃতীয় ইঞ্জিনের সরকার চালাচ্ছে। যা দেশের রাজ্যে আর বিদেশেও কার্যকর।

পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন হাক্কি পিক্কি উপজাতীর কথা স্মরণ করেছেন। বলেছেন, এঁদের পূর্ব পুরুষরা কী করে মহারানা প্রতাপের পাশে দাঁড়িয়েছিলেন। 

Related Video