অনন্ত-রাধিকার এনগেজমেন্ট, গ্ল্যামারাস লুকে তাক লাগালেন বলি তারকারা
Jan 21 2023, 02:16 PM ISTঅনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে মুম্বইয়ের আম্বানি পরিবারের বহুতল অ্যান্টিলিয়াতে | শিল্পজগতের নামী-দামী ব্যক্তিত্ব থেকে বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন এই বাগদানের অনুষ্ঠানে ।