অভিযুক্ত হিসেবে উঠে আসে উৎপল মাহাতো, উদয় মাহাতো সহ মোট ৩৭ জনের নাম। এই চক্রের বিরুদ্ধে অভিযোগ, আঞ্চলিক পাসপোর্ট (Fake Passport) অফিসে ভুয়ো নথি জমা দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করাতো তারা।
আধার, ভোটার আই ডি, প্যান, রেশন কার্ডের মতোই ভারতীয় নাগরিকত্বের অন্যতম প্রমাণপত্র হল পাসপোর্ট। দেশের মধ্যে সাধারণত প্রয়োজন না হলেও, বিদেশে যেতে হলে পাসপোর্ট বাধ্যতামূলক।