ভোজপুরি সুপারস্টার পবন সিং ও তার স্ত্রী আক্ষরা সিং এর রোমান্টিক নাচের তালে মজেছে গোটা নেট পাড়া।
Sep 11 2022, 05:35 PM ISTভোজপুরি সুপারস্টার পবন সিং ও তার স্ত্রী আক্ষরা সিং এর ধড়কান ছবির "কারো না মারাদ ওয়ালা রোল" গানে এখন কোমর দোলাচ্ছেন সকলে। তাদের দাম্পত্য রোম্যান্স বিশেষ নজর কেড়েছে ইউটিউব ভক্তদের।