অক্সিজেন ছাড়া সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বাড়ীর পথে পিয়ালী বসাক
Jun 12 2022, 08:03 PM ISTউল্লেখ্য, মূলত অক্সিজেনের সাহায্য ছাড়াই বিশ্বের সর্বোচ্চ শিখর এভারেস্টে আরোহন করেছিলেন চন্দননগরের পিয়ালি বসাক। তবে এভারেস্টের কিছুটা আগে যেখানে অক্সিজেনের পরিমাণ তলানিতে, সেখানে বাধ্য হয়ে কিছুটা অক্সিজেনের সাহায্য নেন পিয়ালি। এরপরই তিনি লোৎসে শৃঙ্গের উপর ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেমে পড়েন। বলা বাহুল্য, চূড়ান্ত মানসিক জোড় এবং সাহসিকতা ছাড়া যে এই সাফল্য কার্যত অসম্ভব একথা প্রায় সকল পর্বতরোহীরই জানা।