Bold Nora Fatehi: নোরার আইটেম ডান্স মানেই বাজিমাত, পুষ্পা থেকেও আসে ডাক
Jan 26 2022, 06:37 PM ISTবর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রেক্ষাগৃহ, পুষ্পা ছবির ঝড়ে কাবু সকলেই। সাউথের সদ্য প্রকাশিত ছবি, যা করোনার মাঝেও বেশ কিছুটা আয় করে ভরিয়ে তুলল বক্স অফিস। দক্ষিণী দুনিয়ার ছবির দাপট বর্তমানে প্যান এশিয়া হিট। একের পর এক বড় ছবি পাইপ লাইনে, আর আর আর, রাধে শ্যাম, তবে একটি ছবি হিট করার পেছনে থাকা সমীকরণগুলোর মধ্যে অন্যতম হল ছবির গান।