সদ্য দুর্ঘটনার কবলে পড়ল পুষ্পা ২ ছবির টিম। পথ দুর্ঘটনাট আহত হয়েছেন দুজন শিল্পী। কেউ গুরুত্বর জখম হননি বলে জানা গিয়েছে। তবে, ভাগ্যের জোড়ে বেঁচে গেলেন আল্লু অর্জুন। এই দিন গাড়িতে তিনি ছিলেন না বলে জানা যায়।
পুষ্পা ছবির রেশ এখনও কাটেনি। এরই মাঝে খবর এসেছে সিক্যুয়েল তৈরির কথা। এবার প্রকাশ্যে এল সিক্যুয়েল ছবির মুক্তির দিন। জেনে নিন কবে মুক্তি পাবে পুষ্পা ২।
রুদ্র মূর্তিতে দেখা গেল আল্লু অর্জুনকে। নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন নায়ক। ক্যাপশনে লিখেছেন, ‘পুষ্পা ২ দ্য রুল শুরু হল’।