যাত্রীদের সতর্কবার্তা, স্টেশনে ধূমপান করলে, আবর্জনা ফেললেই জরিমানা, হতে পারে মামলা
Jan 04 2025, 04:37 PM ISTশুধু রাজ্যই নয়, সারা দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদা। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রাখা কঠিন। তবে সেই চেষ্টা শুরু করেছে পূর্ব রেল।