জাতীয় স্তরের নেতাদের সম্পত্তির খতিয়ান চেয়ে জনস্বার্থ মামলা হাই কোর্টে, তালিকায় নব সংযোজন রূপা-সুজনের নাম
Aug 25 2022, 07:14 PM ISTআগেই ১৯ জন নেতা নেত্রীর ও তারপরে আরও ১৫ জন বিরোধী নেতা ও দু'জন তৃণমূল সাংসদের সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছিল। এবার সেই তালিকায় নব সংযোজন,বিজেপির জাতীয়স্তরের নেতা জেপি নড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধানের নাম। এছাড়া এই তালিকায় নাম জুড়েছে রাজ্যের দুই নেতা নেত্রী, রূপা গঙ্গোপাধ্যায় এবং সিপিএমের সুজন চক্রবর্তীর।