Ram nath Kovind Videos -

17 Stories
03:36

Kamali Soren: ফুলে সাজানো গাড়ি নিয়ে শোভাযাত্রায় পদ্মশ্রী কমলি সোরেন

Nov 12 2021, 09:14 PM IST
পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন গুরুমা কমলি সোরেন। শুক্রবার দিল্লি থেকেই মালদায় ফেরেন তিনি। মালদায় ফিরে ফুলে সাজানো গাড়ি নিয়ে শোভাযাত্রা করতে দেখা যায় পদ্মশ্রী কমলি সোরেনকে। তাঁকে নিয়ে মালদা শহর জুড়ে শোভাযাত্রা করে আরএসএসের ছাত্র সংগঠন। মালদা রেল স্টেশন থেকে এই মিছিল শুরু করে গোটা মালদা শহর পরিক্রমা করে। প্রসঙ্গত, চলতি মাসের গত ৯ তারিখ দিল্লি রাষ্ট্রপতি ভবনে গাজোলের বাসিন্দা গুরুমা কমলী সোরেনকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়। এরপর শুক্রবার মালদায় আসেন তিনি। তাঁকে মালদায় সংবর্ধনা জানানো হয় এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত গুরুমাকে নিয়ে শহরে শোভাযাত্রা করে আরএসএস এর ছাত্রসংগঠন।
01:44

Kangana Ranaut: 'টাকার থেকে বেশি শত্রু বানিয়েছি', পদ্মশ্রী পেয়েই বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

Nov 10 2021, 05:42 PM IST
'পদ্মশ্রী' (Padma shri) সম্মানে সম্মানিত হয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। রবিবার রাষ্ট্রপতি তাঁর হাতে সেই পুরষ্কার তুলে দেন। দেশের আদর্শ নাগরিক হিসাবে তিনি এই সম্মান পেয়েছেন। মোট চারটি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। এর কিছুদিন আগেই জাতীয় পুরষ্কারে সম্মানিত হয়েছেন তিনি। এদিন 'পদ্মশ্রী' পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার কঙ্গনা-র। নিজের কেরিয়ার শুরুতে অনেক পরিশ্রমের পর সাফল্য এসেছে, ভিডিওতে এমনটাই বলতে শোনা গিয়েছে তাঁকে। সাফল্য পাওয়ার পর তিনি ছবি না করে দেশের জন্যই কাজ করেছেন। দেশের জন্য তিনি অনেক কাজ করেছেন, সেই কথাও জানিয়েছেন। 'টাকার থেকে বেশি শত্রু বানিয়েছি' পদ্মশ্রী পেয়ে এমনটাই বলতে শোনা গিয়েছে তাঁকে। তাঁর কাজের জন্য নানান সমস্যার সম্মুখিন হতে হয়েছে, তবুও দমে জাননি তিনি। দেশের জন্য কাজ চালিয়ে গিয়েছেন। তারই ফল স্বরূপ এই পুরষ্কার পেয়েছেন তিনি। এই পুরষ্কার পেয়ে তাই খুশি তিনি। এই পুরষ্কর অনেক মানুষের মুখ বন্ধ করেছে, তেমনটাই জানালেন কঙ্গনা।