লতার অবস্থা সঙ্কটজনক হতেই হাসপাতালে ছুটলেন উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন গায়িকা
Feb 06 2022, 08:45 AM ISTদিদি লতার (Lata Mangeshkar ) শারীরিক অবস্থার অবনতি হতেই মুম্বই হাসপাতালের তারকাদের ভিড় বাড়তে শুরু করেছে। ব্রিচ-ক্যান্ডি হাসপাতালে দিদিকে দেখতে পৌঁছে গেছেন বোন আশা ভোঁসলে। দিদির অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল বলে বেরিয়ে জাানান আশা। তবে শুধু আশাই নয় গায়িকাকে দেখতে রাতের বেলাতেই হাসপাতালে পৌঁছেছেন উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমী ঠাকরে। গায়িকার শারীরিক অবস্থার খবর শুনেই সকলেই প্রার্থনা শুরু করেছে।