বিজয় দেভারকোন্ডারের সাথে লিপ কিস করেছিলেন রশ্মিকা মান্দানা, যেকারনে একটা সময় রোষের শিকার হয়েছিলেন রশ্মিকা
Oct 06 2022, 03:07 PM ISTডিয়ার কমরেড, পুষ্পা এছাড়াও কত ব্লগব্লাস্টার সিনেমায় অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা। তার পথচলা ছিল না ফুলে সাজানো, সেখানেও ছিল কাঁটা। ডিয়ার কমরেড সিনেমায় বিজয়ের সঙ্গে লিপ কিসের সিকোয়েন্সে অভিনয় করে যথেষ্ট রোষের মুখে পড়েন তিনি, তবে হাল না ছেড়েই এগিয়ে চলেছেন সিনেমার জগতে।