প্রয়াত অভিনেতা রসিক দাভে, কিডনি ফেলিওরে মৃত্যু
Jul 30 2022, 10:45 AM ISTঅভিনেতা রসিক দাভে প্রয়াত হয়েছেন। কিডনি ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর। অভিনেতা কেটকি জোশিকে বিয়ে করেন। গত দুবছর ধরে তাঁর ডায়ালিসিস চলছিল।তাঁর পারলৌকিক ক্রিয়া শনিবার সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। রসিক অনেক গুজরাটি নাটিক ও সিনেমায় অভিনয় করেছেন। অনেক হিন্দি টিভি সিরিয়ালও করেছেন।