এবার চেনা রঙিন ছবি আঁকতে দর্শক দরবারে হাজির টাইগার শ্রফ। গানের জগতে ইতিমধ্যেই হাতে খড়ি হয়েছে তার। পরপর মুক্তি পাওয়া তার তিন গান এক কথায় ছিল সুপারহিট।
দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করল শবর অধ্যুষিত তেঁতলো গ্রামের বাসিন্দারা। কেন এতদিন স্বাধীন ভারতের তিরঙ্গা দেখতে পায়নি এই গ্রামবাসী এনিয়ে এশিয়ানেট নিউজ বাংলাকে একান্ত সাক্ষাৎকার দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তথা বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানের কর্ণধার জগদীশ মাহাতো।
স্থানীয়দের অনেকেই জানিয়েছেন সংবিধানের ৩৭০ ধারা রদের জম্ম ও কাশ্মীরে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। যারমধ্যে লালচকের এই ঘড়ি ঘরে ভারতের জাতীয় পতাকা উত্তোতন একটি। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে কাশ্মীরের বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত যোগদান।
প্রজাতন্ত্র দিবসের দিন পুরুলিয়া শহরের রাস্তায়,'ভ্যাকসিনেশন অন হইল।' পথ চলতি মানুষ যারা এখনও ভ্যাকসিন নেননি, মূলত তাঁদের প্রজাতন্ত্র দিবসে দেওয়া হল প্রথম ডোজ কোভিশিল্ড।
৭৩ তম প্রজাতন্ত্র দিবসে সেলেব দুনিয়ার শুভেচ্ছায় ভাসছে ভক্তমহল। প্রসেনজিৎ থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, সকলেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন বার্তা।
এই নিয়মগুলি বলে যে প্রত্যেকে তাদের গাড়িতে বা নিজ বাসস্থানে ভারতের পতাকা লাগাতে পারে না। এটি করা মানে ভারতীয় পতাকা উত্তলোনের নিয়ম লঙ্ঘন করা। আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এটা কীভাবে হতে পারে, তবে জেনে নিন সেই নিয়মগুলো।
ভারতের প্রজাতন্ত্র দিবসের ৭২ বছর পূর্ণ হল। আজ ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। বলি অভিনেতা অমিতাভ বচ্চন থেকে অভিষেক বচ্চন, কঙ্গনা রানাওয়াত, তাপসী পান্নু সহ একাধিক সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন দেশের ৩৮৪ জন সেনা কর্মীর হাতে বিভিন্ন বিভাগের সামরিক পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি। একাধিক ক্ষেত্রে তাদের বীরত্বের জন্যই তাদের বাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার।
গত বছর শ্রীনগর শহরের উপকণ্ঠে সেনা-পুলিশ যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় এক কমান্ডার সহ একাধিক লস্কর জঙ্গি। ওই লড়াইয়েই মারা যান জম্মু ও কাশ্মীর পুলিশের এএসআই বাবু রাম।
এর মধ্যে ১৭ মাদ্রাজ রেজিমেন্টের নায়েব সুবেদার শ্রীজিৎ এম জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানের সময় একজন সন্ত্রাসীকে হত্যা করার জন্য ২০২১ সালের জুলাই মাসে মরণোত্তর শৌর্য চক্রে ভূষিত হন।