ব্যাটসম্য়ানদের ব্যর্থতা ঢাকল বোলররা, বেঙ্গালুরু টেস্টে প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত
Mar 12 2022, 11:20 PM ISTভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টেস্ট সিরিজ (Test Series)। বেঙ্গালুরুতে দিন-রাতের পিঙ্ক বল টেস্টে মুখোমুখি রোহিত শর্মা (Rohit Sharma) ও দিমুথ করুণারত্নের (Dimuth Karunaratne) দল। প্রথম ইনিংসে ২৫২ রানে অলআউট টিম ইন্ডিয়া (Team India)। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ৮৬।