Rudranil Ghosh : সেপ্টেম্বরেই ছাদনাতলায় করোনা আক্রান্ত রুদ্রনীল ঘোষ, পাত্রী কে জানেন

Jan 07 2022, 11:24 AM IST

আপাতত করোনায় আক্রান্ত হয়ে নিভৃতবাসেই রয়েছেন রুদ্রনীল। চলতি বছরে করোনা কাটায় জন্মদিন কাটালেন অভিনেতা। রুদ্রনীলের বিয়ে নিয়ে সরগরম টলিপাড়া। তবে আইবুড়ো তকমা যে চিরকালের মতো ঘোচাতে চলেছেন সেই সুখবরটা জন্মদিনের দিনেই ফাঁস করেছেন অভিনেতা। রুদ্রনীলের বউ চাই, বউ দাও, এই দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে পথে নামবার কথা জানিয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। আর সেদিনই  রুদ্রনীল জানিয়ে দিলেন সেপ্টেম্বরেই মধ্যেই বিয়ে করছি। এবার বিবাহিতদের ক্লাবে যোগ দিচ্ছেন টলিপাড়ার রুডি। তবে পাত্রী কে , কার গলায় মালা দিচ্ছেন রুদ্রনীল তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

More Trending News

Top Stories