শুধু সোনা জয় নয়, একাধিক রেকর্ডও গড়লেন মীরাবাই চানু, জানিয়ে দিলেন পরবর্তী লক্ষ্য
Jul 31 2022, 03:00 PM ISTপরপর তিনটি বড় ইভেন্টে পদক। সাফল্যের অপর নাম মীরাবাই চানু (Mirabai Chanu)। কমনওয়েলথ গেমস ২০২২ (Commonwealth games 2022) -এ ভারোত্তলনে সোনা জিতে দেশকে গৌরবান্বিত করার পাশাপাশি একাধিক রেকর্ডও (Records) গড়েছেন ভারতীয় তারকা ভারোত্তলক। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। জেনে কমনওয়েলথে সোনা জয়ের সঙ্গে কোন কোন রেকর্ড গড়লেন মীরাবাই চানু।