Singer kk News -

1 Stories
Asianet Image

Singer KK Passes Away Live: রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে কেকে-কে শেষ শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Jun 01 2022, 12:12 AM IST

চির ঘুমের দেশে কিংবদন্তি সঙ্গীত শিল্পী কেকে। কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে গাইতে গরমে অসুস্থ বোধ করেন। স্পট লাইটে অসুবিধা হচ্ছিল বারবার জানান। এরপর অনুষ্ঠান শেষ করেই গ্র্যান্ড হোটেলে ফিরে যান। সেখানে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন। এরপরেই দ্রুত সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া। কিন্তু ততক্ষণে সব শেষ।চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবারই কলকাতায় আসছেন কেকে পরিবারের সদস্যরা।নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থা নাকি অন্য কারণে মৃত্য়ু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Top Stories