Indian Cricketers Record: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন ১০টি রেকর্ড, যা ভাঙা একপ্রকার অসম্ভব
Feb 03 2022, 07:21 PM ISTবিগত কয়েক দশকে বিশ্ব ক্রিকেটে নিজের প্রভাব ও প্রতিপত্তি ক্রমেই বিস্তার করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বর্তমানে টেস্ট (Test)ও ওয়ান ডে (One Day), টি২০ (T20) তিন ফর্ম্যাটেই টিম ইন্ডিয়া (Team India)বিশ্বের অন্যতম সেরা শক্তি। আজ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রাহুল দ্রাবিড় (Rahul Dravid), এমএস ধোনি (MS Dhoni) থেকে যুবারজ সিং (Yuvraj Singh), রোহিত শর্মা (Rohit Sharma), ভারতীয় ক্রিকেটারদের এমন কিছু রেকর্ড আপানাদের কাছে তুল ধরব যা ভাঙা অন্যান্য দেশের ক্রিকেটারদের কাছে একপ্রকার দুঃসাধ্য।