তিস্তা সেলতাবাদ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা গুজরাট সরকারের, বলল এটি জামিন অযোগ্য অপরাধ নয়
Sep 02 2022, 12:05 AM ISTগুজরাটে দুই মাসেরও বেশি সময় ধরে সমাজকর্মী তিস্তা সেতলাবাদকে হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে, সুপ্রিম কোর্ট । এদিন সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে যে গুজরাট হাইকোর্ট কীভাবে ছয় সপ্তাহ পরে উত্তর চেয়ে নোটিশ জারি করেছে।