জানেন কি? একে অপরের 'হরি-হর আত্মা' এই বলিউড সেলেবরা!
Jul 12 2022, 12:52 PM ISTফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা নাকি একে অপরের বন্ধু হয়না। এরকম ধারণা মানুষের মধ্যে প্রচলিত আছে, কিন্তু এটা যে সম্পুর্ন মিথ তা বলিউডের কিছু সেলিব্রিটিদের বন্ধুত্ব দেখলেই বুঝতে পারবেন। এই প্রজন্মের স্টার-কিডদের বন্ধুত্ব আপনাকে রীতিমত অনুপ্রেরণা যোগাবে, নভ্যা নভেলি ও শাহরুখ পুত্র আরিয়ান খান, অনন্যা পান্ডে ও শাহরুখ কন্যা সুহানা, করণ জোহর থেকে টুইঙ্কেল একে অপরের প্রাণের বন্ধু! চলুন দেখে নি ঠিক কত টা গাঢ় তাঁদের বন্ধুত্ব।