যেমন কথা তেমন কাজ, টিজার প্রকাশের মাধ্যমে প্রকাশ্যে এল বিক্রান্ত রোনার মুক্তির দিন
Apr 02 2022, 03:44 PM ISTঅ্যাকশন-অ্যাডভেঞ্চর থ্রিলার মুভি বিক্রান্ত রোনার মধ্যে হলে বসে দর্শক থ্রিডি মুভি দেখার স্বাদ আস্বাদন করতে পারবে। বলাই বাহুল্য যে, এই মুহুর্তে বিক্রান্ত রোনা হল বহু প্রতিক্ষীত ছবির তালিকার মধ্যে অন্যতম। নিজের টুইটার অ্যাকাউন্টে বলিউডের ভাইজান সেই টিজার পোস্ট করে সিনেমা মুক্তির দিন প্রকাশ্যে আনলেন।