১৩০০ বছরের পুরনো মার্তন্ড মন্দির - মনে করালো কাশ্মীর ফাইলস, জেনে নিন এর ইতিহাস
Mar 21 2022, 07:43 PM ISTসম্প্রতি মুক্তি পাওয়া ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) বক্স অফিসে রেকর্ড আয় করছে। তবে, শুধু তাই নয়, বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত এই ছবিটি, দীর্ঘদিন ধরে ঢেকে রাখা কাশ্মীরি হিন্দুদের (Kashmiri Hindus) ক্ষত যেন ফের উন্মুক্ত করে দিয়েছে। এই বলিউডি ছবির মাধ্যমে উঠে এসেছে কাশ্মীর উপত্যকার অনেক অজানা হিন্দু ঐতিহ্য ও ইতিহাসের (Hindu traditions and histories of Kashmir Valley) কথাও। যেমন, কাশ্মীরের সুপ্রাচীন মার্তন্ড মন্দির (Martand Sun Temple in Kashmir), যার উল্লেখ রয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'-এ। আসুন, আজ এই প্রাচীন কাশ্মীরি হিন্দু মন্দিরটি সম্পর্কে জেনে নেওয়া যাক -