বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার বা ফাইন দেওয়ার কোনও অতিরিক্ত চাপ নেই। একই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট ও বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যাবে না।
আগামী এপ্রিল মাস থেকেই প্রভিডেন্ট ফান্ডের ওপর বসতে চলেছে কর। ঘোষণা কেন্দ্রের। এপ্রিল থেকেই প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে, করযুক্ত অ্যকাউন্ট ও করমুক্ত অ্যকাউন্ট। যে অ্যাকাউন্ট গুলোর বর্ষিক আয়ের পরিমান ২.৫ লাখ টাকার বেশি সেই সমস্ত পিএফ অ্যাকাউন্টের ওপর কর ব্যবস্থা চালু করা হচ্ছে।
শুক্রবার দুপুর বেলাতেই আচমকা ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যায় নোরার হাজার হাজার পোস্ট। বলি নায়িকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সমস্ত পোস্ট দেখতে না পেয়েই হইচই পড়ে যায় ভক্তদের মধ্যে। নেটিজেনরা বলতে শুরু করেন কাউকে কিছু না জানিয়েই কি ইনস্টাগ্রাম থেকে সরে গেলেন নোরা ফতেহি। নাকি নিজের অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করে দিলেন কুসু কুসু গার্ল। নেটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।
একজন ব্যক্তি নিজের তাঁর নাবালক সন্তানের নামে অনায়াসেই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি দুটি সন্তান থাকে, সেক্ষেত্রে একটি নাবালক সন্তানের পিপিএফ অ্যাকাউন্ট মা ও অন্য সন্তানের পিপিএফ অ্যাকাউন্ট বাবার নামে খুলতে হবে। একটি আর্থিক বছরে ন্যূনতম ৫০০ টাকা ও সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জমার সীমা প্রযোজ্য।
এবার থেকে আর কোনওভাবেই পাসবুক ছাড়া পোস্ট অফিসের অ্যাকাউন্ট বন্ধ করা সম্ভব নয়। পোস্ট অফিসের তরফে জানান হয়েছে সব ধরনের স্কিমের ক্ষেত্রেই এই নিয়ম জারি করা হবে। অ্যকাউন্ট ম্যাচিওর করার আগে টাকা তুলে অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলেও একই নিয়ম কার্যকর হবে।
ভূপিন্দর সিং হুডার টুইটার হ্যান্ডেলের নাম পরিবর্তন করে @iLoveAlbaik রাখা হয়েছিল, অন্য দুটি অ্যাকাউন্ট উর্দুতে টুইট পোস্ট করার জন্য ব্যবহার করা হয়েছিল। সাম্প্রতিক বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের টুইটারে বিপত্তি ঘটছে।
বিট কয়েন মাফিয়াদের দৌরাত্ম্যে হ্যাক হয়ে গিয়েছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। এবার হ্যাকারদের কবলে পড়ল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার অ্যাকাউন্ট।
খুব শীঘ্রই প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে মোটা অঙ্কের টাকা। সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশন বা EPFO-র তরফে গ্রাহকদের জন্য এই বিশেষ ঘোষণাটি করা হয়েছে।
নানান অছিলায় ফন্দি এঁটে মোবাইল ফোনের মাধ্যমে এটিএম এর পিনকোড জেনে নিচ্ছে সাইবার অপরাধীরা। তারপর হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সাইদাপুর, ডোমকল, মধুপুর, মোহাম্মদপুর সহ একাধিক গ্রামে।
১ জানুয়ারির আগে যদি আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না করেন সিজ করে দেওয়া হতে পারে আপনার অ্যাকাউন্ট। আটকে যাবে সবরকম লেনদেন পদ্ধতিও।