ন্যায় বিচারের দাবিতে অনশন চলছে, যাতে একাধিক জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনকালীন ওজন বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
দশমীর রাতে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানরত ধর্না মঞ্চে দেখা করতে আসেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
আনা সেবাস্টিয়ান পেরাইলের মৃত্যু দেশে কাজের পরিবেশ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি আর্নস্ট অ্যান্ড ইয়ং ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুনেতে আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই)-এর একজন ২৬ বছর বয়সী কর্মীর মৃত্যু হয়েছে "অত্যধিক কাজের চাপের" কারণে এই মৃত্যু, বলে তাঁর মায়ের অভিযোগ।
শনিবার জুনিয়র ডক্টরস মুভমেন্টের প্ল্যাটফর্মে বক্তৃতা করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ১০ মিনিটেরও কম সময়ে ৭৬ বার 'আমি' এবং 'আমার' বলেছিলেন। একই সঙ্গে শুভেন্দুবাবু লিখেছেন, 'তিনি একজন আত্মকেন্দ্রিক, আত্মতৃপ্ত ব্যক্তি।'
এতটা সামর্থ্য আছে সেদেশের? আমার মনে হয় না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না হলেও বাংলাদেশের হালুম হালুম আওয়াজ এত জোরে যে মানুষ ভয় পায়। যদিও পরে জানা যায়, এসবই সার্কাস গ্রাউন্ডের ব্যাপার।'
কলকাতা হাইকোর্টের দেওয়া ২৬ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এসএসসির অধীনে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
উচ্চ আদালতের পাল্টা মামলা হলে ১৬ জুলাই পর্যন্ত সবার চাকরিই বহাল রেখেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন সেই মামলা শুনানির জন্য উঠলে তিন সপ্তাহ পরের ডেট দিল শীর্ষ আদালত।
আগামী ১৬ই জুলাই এসএসসি ২০১৬ চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগে এখন যোগ্যদের চাকরি বাঁচাতে তৎপর স্কুল সার্ভিস কমিশন। জোর কদমে কাজ চালাচ্ছে এসএসসি।