অসমের মুখ্যমন্ত্রী কি হবেন হেমন্ত বিশ্বশর্মা, ১ লক্ষের বেশি ভোটে জয়ী তিনি

  • অসমে সরকার গঠনের পথে বিজেপি 
  • এক লক্ষ ভোটে জয়ী হেমন্ত বিশ্বশর্মা
  • জয়ী সর্বানন্দ সোনোয়াল 
  • সরকার গঠনের তৎপতা বিজেপি শিবিরে 

জলুকবাড়ি আসন থেকে জয়ী হলেন অসমে বিজেপির জয়ের মূল কারিগর হেমন্ত বিশ্বশর্মা। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী রমেন  বড়ঠাকুরকে ১ লক্ষ ১ হাজার ৯১১ ভোটে পরিজিত করেন। এই নিয়ে টানাা পাঁচ বার এই কেন্দ্র থেকে জয়ী হয়ে অসম বিধানসভায় গেলেন হেমন্ত বিশ্বশর্মা।

হেমন্ত বিশ্ব শর্মার জয়ের ব্যবধানও প্রতিপক্ষের কাছে ঈর্ষনীয়। কারণ ভোট সমীক্ষায় দেখা গেছে প্রতিবারি তাঁর জয়ের ব্যবধান বাড়ছে। ২০১৬এ জয়ের ব্যবধান ছিল ৮ হাজারের বেশি। তার আগে ২০১৬ সালে জয়ের ব্যবধান থিল ৭ হাজারের বেশি। ২০০৬ সালে সাড়ে তিন হাজারের বেশি ভোটে জিতেছিলেন। আর ২০০১ সালে তিন হাজারের বেসিভোটে জিতেছিলেন। 

Latest Videos

এনআরসি আর সিএএ নিয়ে বিপর্যস্ত অসমে বিজেপির জয়ের অন্যতম কারিগর তিনি। তবে হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সরকার গঠনের প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রী কে হবে তা দল সিদ্ধান্ত নেবেন। গত বিধানসভায় অসমের মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোয়াল। এবার নির্বাচনে মাজুলি থেকে থেকে ৪২ হাজারের বেশি ভোট। চলতি বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৭৫টির বেশি আসন পেতে চলেছে। তবে পিছিয়ে থাকলেও গতবারে তুলনা ভালো ফল করেছে কংগ্রেস। গতবারের তুলনায় ৭টি আসনে বেশি পেতে চলেছে কংগ্রেস জোট। তবে কংগ্রেসের রিপুন বোড়াসহ বেশ কয়েকজন পরাজয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News