তিনবারের তরুণ গগৈ সরকার উড়ে গিয়েছিল মোদী ঝড়ে, জেনে নিন অসমের গত নির্বাচনের ফলাফল

অসমেও বিধানসভা ভোট আসন্ন

একদিকে রয়েছে ডবল ইঞ্জিন সরকারের হাতছানি

অন্যদিকে, এনআরসি পরবর্তী সময়ে জোট বেঁধেছে বিরোধীরা

দেখে নেওয়া যাক ২০১৬ সালের নির্বাচনের ফল কী ছিল

 

বাংলার মতো অসমেও বিধানসভা ভোট আসন্ন। শুক্রবারই ঘোষণা করা হবে নির্বাচনের নির্ঘন্ট। ডবল ইঞ্জিন সরকারই থাকবে, না এনআরসি পরবর্তী সময়ে ক্ষমতার হাত বদল হবে - সেই দিকেই এখন তাকিয়ে অসমবাসী। ২০১৬ সালের নির্বাচনে কিন্তু, তিনবারের তরুণ গগৈ সরকারের পতন ঘটিয়ে রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করেছিল বিজেপি। কী ছিল পাঁচ বছর আগের ফল, আসুন দেখে নেওয়া যাক -

অসমে বর্তমানে মোট আসন সংখ্যা ১২৬। আর সরকার গঠনের জন্য কোনও দল বা জোটের প্রয়োজন ৬৪টি আসন। ১৯৫২ সালে প্রথম অসম বিধানসভা থেকে বেশিরভাগ সময়েই উত্তর-পূর্বের এই রাজ্যের ক্ষমতায় ছিল জাতীয় কংগ্রেস। শুধুংমাত্র ১৯৮৫ এবং ১৯৯৬ - এই দুই বার ক্ষমতা দখল করেছিল অসম গন পরিষদ বা অগপ। ২০০১ সালে অগপ সরকারের পতন ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। ৬ বারের লোকসভার সাংসদ তরুণ গগৈকে মুখ্যমন্ত্রী করেছিল তারা। তারপর থেকে পর পর তিনবার তিনি রাজ্যবাসীর আস্থা জিতেছিলেন।

Latest Videos

২০১৬ সালে মোদী হাওয়ায় প্রায় উড়ে যায় কংগ্রেস। ২০১১ সালে মাত্র ৫টি আসন জিতেছিল বিজেপি। ৫ বছর পর সেখান থেকে তারা ৬০টি আসন জিতে নিয়েছিল। আর কংগ্রেস ৭৮টি আসন থেকে নেমে আসে মাত্র ২৬টিতে। এনডিএ-তে যোগ দিয়েছিল অসম গণ পরিষদ এবং বোরোল্যান্ড পিপলস পার্টি-ও। তারা জিতেছিল যথাক্রমে ১৪ এবং ১২টি আসন। সব মিলিয়ে ৮৬টি আসন জিতে সরকার গঠন করেছিল এনডিএ। মুখ্যমন্ত্রী হন সর্বানন্দ সোনওয়াল।  

নির্বাচনের আগে শাসক দল বিজেপি, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার (কেন্দ্র ও রাজ্যে এক দলের সরকার) থাকার সুযোগ সুবিধা তুলে ধরছে। তবে নির্বাচনী জোটে কিছু অদল-বদল ঘটেছে। এনডিএ থেকে সরে এসে পৃথকভাবে লড়াই করছে বোরোল্যান্ড পিপলস পার্টি। অন্যদিকে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (AIUDF) এবং বাম দলগুলি। জোট বেঁধেছে অখিল গগৈ-এর রাইজোর দল এবং অসম জাতীয় পরিষদও।

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News