জ্যোতি বসুর পথে নবীন , পঞ্চমবার হলেন ওড়িশার মুখ্য়মন্ত্রী

  • পঞ্চমবারের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকতে চলেছেন নবীন পট্টনায়েক
  • পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিং-এর পথ ধরে পঞ্চমবারের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি
  • রাজ্যের ২১টি লোকসভা আসনের মধ্যে ১২টি আসনে এগিয়ে রয়েছে বিজেডি

সপ্তদশ লোকসভা নির্বাচনে দেশজুড়ে উঠেছে গেরুয়া ঝড়। এরই মাঝে পঞ্চমবারের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকতে চলেছেন নবীন পট্টনায়েক।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, নির্বাচন কমিশনের ট্রেন্ড বলছে, হিঞ্জিলি ও বিজেপুর -এই দুই আসন থেকেই এগিয়ে রয়েছেন প্রবীণ এই মুখ্যমন্ত্রী। সরকার গড়ার জন্য, বিজু জনতা দলের প্রয়োজন ছিল ৭৪টি আসন। ওডিশা বিধানসভার ১৪৭ আসনের মধ্যে ইতিমধ্যে ৯৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেডি। অন্যদিকে, রাজ্যের ২১টি লোকসভা আসনের মধ্যে ১২টি আসনে এগিয়ে রয়েছে বিজেডি। 
  
পাশাপাশি গতবারের তুলনায় এবার বিধানসভায় আসন সংখ্যা বৃদ্ধির পথে ভারতীয় জনতা পার্টি-ও। গতবারে ১০টি আসনে জয়ী হওয়ার পর, এবার ২৮ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। 

Latest Videos

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিং-এর পথ ধরে পঞ্চমবারের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী হতে চলেছেন নবীন পট্টনায়েক। 

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM