কংগ্রেসে থেকেও বিজেপিকে সমর্থন! প্রাথীর্র অভিযোগ ঘিরে দলেই সমস্য়া

swaralipi dasgupta |  
Published : May 23, 2019, 08:57 AM IST
কংগ্রেসে থেকেও বিজেপিকে সমর্থন! প্রাথীর্র অভিযোগ ঘিরে দলেই সমস্য়া

সংক্ষিপ্ত

নিজের দলের প্রার্থীকে সমর্থন না করে অন্য দলকে জেতানোর চেষ্টা করছেন বেঙ্গালুরুর শিবাজীনগর কেন্দ্রের বিধায়ক রোশন বেজ। এমনই দাবি করলেন সেন্ট্রাল বেঙ্গালুরুর কংগ্রেস প্রার্থী রিজওয়ান আরশাদ। 

একেই বলে সরশের মধ্য়ে ভূত। নিজের দলের প্রার্থীকে সমর্থন না করে অন্য দলকে জেতানোর চেষ্টা করছেন বেঙ্গালুরুর শিবাজীনগর কেন্দ্রের বিধায়ক রোশন বেজ। এমনই দাবি করলেন সেন্ট্রাল বেঙ্গালুরুর কংগ্রেস প্রার্থী রিজওয়ান আরশাদ। 

সংবাদ সংস্থা এএনআই এর কাছে রিজওয়ান বলেন, রোশন বেজ বিজেপিকে সাহায্য করেছে এবং আমার প্রচারকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ওর কেন্দ্রে শিবাজী নগরে মানুষ আমায় সমর্থন করেছে ও এবং আশীর্বাদ করেছে। কংগ্রেস দল ওর কাজকর্ম মানছে না। দল আমায় সমর্থন করছে।  

প্রসঙ্গত, মঙ্গলবার সিদ্ধারামাইয়া-সহ কংগ্রেসের আরও কয়েকজন নেতা সম্পর্কে এমন কিছু মন্তব্য করেন, যাতে নিজেদের শিবিরেই সমস্যা তৈরি হয়। এই বিষয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়াইয়া বলছেন, এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার টিকিট দেওয়া হয়নি তাঁকে রোশন বেজ কে। ক্ষমতার লোভে তিনি এই কাজ করছেন। 

অন্যদিকে, বেজ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি এক জন বিশ্বস্ত কর্মী। ছাত্রাবস্থা থেকে আমি কাজ করছি। 

PREV
click me!

Recommended Stories

Jharkhand Train Accident: ঝাড়খণ্ডে চলন্ত ট্রেনের ধাক্কা ট্রাকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Republic Day 2026: কর্তব্যপথে ৩০টি ট্যাবলো, পশ্চিমবঙ্গের ট্যাবলোতে কী থাকবে?