বিএসপির জায়গায় বিজেপি, নিজেকে চূড়ান্ত শাস্তি দিলেন এই যুবক

২৫ বছর বয়েসি দলিত যুবক পবনের ভোট ছিল নির্বাচনের দ্বিতীয় দফায়। তার ভোট কেন্দ্র ছিল উত্তরপ্রদেশের আবদুল্লাপুর। পবন মনে প্রাণে চান সেখানে ক্ষমতায় আসুন বিএসপি প্রতিনিধি যোগেশ শর্মা। তাকে ভোট দেবেন ভেবেই ভোটগ্রহণ কেন্দ্রে যান পবন। কিন্তু শেষ মুহূর্তের অন্যমনস্কতায় ইভিএমে টিপে ফেলেন বিজেপি প্রতিনিধি ভোলা সিংহের বোতামটি। নিজের এই ভুল ক্ষমা করতে পারেননি পবন। 
 

arka deb | Published : Apr 22, 2019 11:10 AM

হাভারতে একলব্য গুরুদক্ষিণা দিতে নিজের বুড়ো আঙুল দিয়ে দিয়েছিলেন গুরু দ্রোণকে। ২০১৯ এর লোকসভা ভোট মহাভারতের থেকে কোনও অংশে কম নয়।  তা প্রমাণ করলেন উত্তর প্রদেশের বিএসপি সমর্থক পবন কুমার।

২৫ বছর বয়েসি দলিত যুবক পবনের ভোট ছিল নির্বাচনের দ্বিতীয় দফায়। তার ভোট কেন্দ্র ছিল উত্তরপ্রদেশের আবদুল্লাপুর। পবন মনে প্রাণে চান সেখানে ক্ষমতায় আসুন বিএসপি প্রতিনিধি যোগেশ শর্মা। তাকে ভোট দেবেন ভেবেই ভোটগ্রহণ কেন্দ্রে যান পবন। কিন্তু শেষ মুহূর্তের অন্যমনস্কতায় ইভিএমে টিপে ফেলেন বিজেপি প্রতিনিধি ভোলা সিংহের বোতামটি। নিজের এই ভুল ক্ষমা করতে পারেননি পবন। 

Latest Videos

এই খারাপ লাগা পবনকে ছাড়ে নি। যে আঙ্গুলে ইভিম-এ ভুল বোতাম টিপেছিলেন পবন সেই আঙ্গুলটিই কেটে বাদ দিয়ে দেন। তাপরপ যন্ত্রণায় কাতরাতে থাকেন। পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আপাতত সুস্থ আছেন পবন।

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata