শূন্য থেকে শুরু করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে গেরুয়া শিবির, তেমনই ইঙ্গিত এই রাজ্যের ভোট সমীক্ষায়

  • পুদুচেরি বিধানসভার ভোট সমীক্ষা 
  • ৩০ আসনের পুদুচেরি বিধানসভা
  • একচ্ছত্র ক্ষমতা বিস্তার করবে গেরুয়া শিবির 
  • তেমনই ইঙ্গিত দিয়েছে একটি জনমত সমীক্ষায় 

রেঁনেসা ফাউন্ডেশনের  সমীক্ষা অনুযায়ী ৩০ আসনের পুদুচেরি বিধানসভার দখল নিতে পারে বিজেপি ও এআইএডিএমকে জোট। বিজেপি ও তার সহযোগিরা ৩০টি আসনের মধ্যে প্রায় ২৩টি আসন দখল করতে পারে। কেন্দ্র শাসিত এই অঞ্চলে কংগ্রেস ও তার সহযোগি ডিএমকে পেতে পারে মাত্র তিনটি আসন। 

Latest Videos

 

বেঙ্গালুরু ভিত্তের একটি সংস্থার সমীক্ষা অনুযায়ী গত বিধানসভায় মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর দল এনআর কংগ্রেস ২৫ শতাংশ ভোট পেতে পারে। ২৪ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির। আর কংগ্রেস পেতে পারে মাত্র ২০ শতাংস ভোট। আর এইআইএডিএমকে পেতে পারে ২১ শতাংশ ভোট। 
 রেঁনেসার সমীক্ষা রিপোর্ট রীতিমত হতাশ করেছে স্ট্যালিনের ডিএমকে-কে। কারণ অধিকাংশ পরিবারই এই দলটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত ভোটে একাই লড়াই করছে এন আর কংগ্রেস। কিন্তু পরবর্তীকালে এই দলটি বিজেপি এআইএডিএমকে অথবা কংগ্রেস -ডিএমকে জোটের সঙ্গে হাত মেলাতে পারে। যদি এনআর কংগ্রেস বিজেপি ও তার সহযোগীদের সঙ্গে হাত মেলায় তাহলে জোটের আসন সংখ্যায় আরও বড় পরিবর্তন আসতে পারে। সেইসময় ফলাফল জোটের পক্ষেই যাবে। 

সমীক্ষা রিপোর্ট একপ্রকার প্রায় নিশ্চিত যে এনআর কংগ্রেস যাই অবস্থান নিক না কেন আসন্ন বিধানসভা নির্বাচনে হাওয়া কংগ্রেস ডিএমকে জোটের অনুকূলে রয়েছে। কেন্দ্র শাসিত অঞ্চলে জোট প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এনআর কংগ্রেস, বিজেপি ও এআইএডিএমকে সবমিলিয়ে মোট আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেই এইআইএডিএমকে একাই  চারটি আসনে লড়াই করেছিল।  গত নির্বাচনে পুদুচেরিতে একটিও আসন পায়নি বিজেপি। 

Share this article
click me!

Latest Videos

'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today
Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে
‘Mamata Banerjee-র বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের কথা নেই’ Suvendu Adhikari-র চরম আক্রমণ
শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ
'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের