খান্নাজি-কেই নায়ক বাছলেন মন্ত্রী, ভোট দিতে গিয়ে দারুণ লাভ স্মৃতি ইরানি-র

Published : Oct 21, 2019, 02:17 PM IST
খান্নাজি-কেই নায়ক বাছলেন মন্ত্রী, ভোট দিতে গিয়ে দারুণ লাভ স্মৃতি ইরানি-র

সংক্ষিপ্ত

বানিজ্য নগরী মুম্বইয়ে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি একই সঙ্গে তাঁর আলাপ হল খান্নাজির সঙ্গে খান্নাজির বয়স ৯৩ আগে সেনাবাহিনীতে ছিলেন  

গত লোকসভা নির্বাচনে আমেঠিতে রাহুল গান্ধীকে পরাজিত করেছেন তিনি। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি-র নিজের ভোটকেন্দ্র বানিজ্য নগরী মুম্বইয়ে। অন্য অনেক বিশিষ্ট মুম্বইবাসীর মতো বিজেপি নেত্রীও এদিন ভোট দিলেন মুম্বইয়ের এক পোলিং বুথে। আর ভোট দিতে এসেই আবিষ্কার করলেন এক নায়ককে।

বয়স তাঁর ৯৩ ছাড়িয়েছে। সামান্য ঝুঁকে পড়েছেন সামনের দিকে। ত্বক কুঁচকে গিয়েছে। কিন্তু, চোখে হাজার ওয়াটের দীপ্তি নিয়ে ভোট দিতে এসেছিলেন 'খান্না-জি'। এই নামেই তাঁর পরিচয় করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

এদিন ভোট দিতে এসে এই বৃদ্ধ প্রাক্তন সেনাকর্মীকে দেখে উচ্ছ্বসিত হন স্মৃতি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, খান্না-জি নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা। তিনি সকলকে ভোটদানের জন্য অনুরোধ করেন। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, যদি খান্না-জি ৯৩ বছর বয়সে ভোট দিতে আসতে পারেন, তাহলে বাকিরা পারবেন না কেন?

 

PREV
click me!

Recommended Stories

World Inequality Report 2026: ভারতে মধ্যবিত্ত শ্রেণী নিয়ে বাড়ছে উদ্বেগ! বিশ্ব বৈষম্য প্রতিবেদন ২০২৬ রিপোর্ট জানাচ্ছে ভয়ঙ্কর তথ্য
জাতীয় জনগণনার জন্য কী কী কাগজ হাতে রাখবেন? শুরু হচ্ছে ২০২৬-এর ফেব্রুয়ারি থেকে