খান্নাজি-কেই নায়ক বাছলেন মন্ত্রী, ভোট দিতে গিয়ে দারুণ লাভ স্মৃতি ইরানি-র

  • বানিজ্য নগরী মুম্বইয়ে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি
  • একই সঙ্গে তাঁর আলাপ হল খান্নাজির সঙ্গে
  • খান্নাজির বয়স ৯৩
    আগে সেনাবাহিনীতে ছিলেন

 

amartya lahiri | Published : Oct 21, 2019 8:47 AM IST

গত লোকসভা নির্বাচনে আমেঠিতে রাহুল গান্ধীকে পরাজিত করেছেন তিনি। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি-র নিজের ভোটকেন্দ্র বানিজ্য নগরী মুম্বইয়ে। অন্য অনেক বিশিষ্ট মুম্বইবাসীর মতো বিজেপি নেত্রীও এদিন ভোট দিলেন মুম্বইয়ের এক পোলিং বুথে। আর ভোট দিতে এসেই আবিষ্কার করলেন এক নায়ককে।

বয়স তাঁর ৯৩ ছাড়িয়েছে। সামান্য ঝুঁকে পড়েছেন সামনের দিকে। ত্বক কুঁচকে গিয়েছে। কিন্তু, চোখে হাজার ওয়াটের দীপ্তি নিয়ে ভোট দিতে এসেছিলেন 'খান্না-জি'। এই নামেই তাঁর পরিচয় করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

Latest Videos

এদিন ভোট দিতে এসে এই বৃদ্ধ প্রাক্তন সেনাকর্মীকে দেখে উচ্ছ্বসিত হন স্মৃতি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, খান্না-জি নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা। তিনি সকলকে ভোটদানের জন্য অনুরোধ করেন। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, যদি খান্না-জি ৯৩ বছর বয়সে ভোট দিতে আসতে পারেন, তাহলে বাকিরা পারবেন না কেন?

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M
সিসিটিভি ক্যামেরা ভেঙে হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশের সেনা ও পুলিশের, গর্জে উঠলেন শুভেন্দু