জ্যোতিষ্ক বিষয়ক তথ্য, সূত্রাবলী ও ব্যবহারিক প্রয়োগের সামগ্রিক জ্ঞান জ্যোতিষশাস্ত্র নামে পরিচিত। এই শাস্ত্রের উৎপত্তিকালে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান এক এবং অভিন্ন ছিল। পরবর্তিকালে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ্কগুলির গতি এবং অবস্থানের ভিত্তিতে, প্রাকৃতিক এবং শারীরিক লক্ষণ অথবা দুয়ের সমন্বয়ে ব্যক্তি, সমষ্টি বা দেশের ভবিষ্যৎ নিরুপণের প্রায়োগিক দিকটি নিয়ে অভিজ্ঞতাভিত্তিক জ্ঞানের সংগ্রহ হিসেবে বিস্তার লাভ করে।
আরও পড়ুন- কেমন কাটবে রবিবারের সারাদিন, দেখে নিন রাশিফল
সেই জ্যোতিষশাস্ত্রের মতেই, প্রতিটি মানুষের ব্যক্তিত্ব বা তার চরিত্র নির্ভর করে তার নির্দিষ্ট জন্ম সময় এবং দিনের উপর। তাই কোনও ব্যক্তির স্বভাব বা চরিত্র সম্বন্ধে জানতে তার জন্ম ক্ষণ জানলেই প্রাথমিক ধারণা পাওয়া যায়। জেনে নেওয়া যাক রবিবারে জন্ম জাতক-জাতিকাদের স্বভাবে কি কি বৈশিষ্ট্য রয়েছে।
রবিবার সূর্য দেবতার পুজো করা হয়। এই দিনে জন্মানো জাতক জাতিকারা ভাগ্যশালী, দীর্ঘ আয়ু এবং তেজস্বী হয়ে থাকেন।
আরও পড়ুন- খুব খারাপ সময়ের যোগ আসতে চলেছে এই রাশিগুলির, সেই তালিকায় আপনি নেই তো
এরা বুদ্ধিমান এবং একইসঙ্গে কম কথা বলা পছন্দ করেন।
এরা খুব দৃঢ় চেতা এবং আত্মবিশ্বাসী হয়ে থাকেন।
এদের মধ্যে বেশিরভাগ অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী এবং পরিবারের সঙ্গে সু-সম্পর্ক বজায় থাকে।
আরও পড়ুন- শনিবারে জন্ম যাদের মধ্যে রয়েছে এই বিশেষ গুণগুলি
এই জাতক-জাতিকারা অত্যন্ত সংবেদনশীল তাই কোনও খারাপ বিষয় ঘটে গেলে দীর্ঘদিন ধরে সেই বিষয় নিয়েই ভাবতে থাকেন।
এই দিনে জন্মানো জাতক-জাতিকাদের অর্থের অভাব খুব কম হয়। হলেও খুব সহজেই তা কাটিয়ে ওঠেন।
এরা অত্যন্ত স্বাধীনপ্রিয় কারও অধীনে থাকা এরা একদম পছন্দ করেন না।
এরা খুব তাড়াতাড়ি রেগে যান, আবার শান্তও হয়ে যান।
এরা সাধারণত হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগে থাকেন।
এরা অত্যন্ত পরিশ্রমী হন, তাই কর্মজীবনে উচ্চপদের অধিকারী হন।
এই জাতক-জাতিকাদের দাম্পত্য জীবন সুখের হয়। এরা জীবনে মনের মতই সঙ্গী পান। বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজ হয়ে থাকে এদের।
তবে এদের বিশেষ বৈশিষ্ট্য হল এদের আপাত দৃষ্টিতে দেখে কঠোর মনে হলেও এরা অল্পতেই ভেঙ্গে পড়েন।