বুধবার জন্মবার হলে, জেনে নিন তিনি কেমন মানুষ

Published : Oct 23, 2019, 10:33 AM IST
বুধবার জন্মবার হলে, জেনে নিন তিনি কেমন মানুষ

সংক্ষিপ্ত

জন্মবার থেকেই ধারণা করা যায় আপনার ব্যক্তিত্ব মানুষের ব্যক্তিত্ব বা চরিত্রের উপর জন্মবার বিশেষভাবে প্রভাব সৃষ্টি করে মানুষের ব্যক্তিত্ব বা চারিত্রিক গুণাবলী নির্ধারিত থাকে তার জন্মবার অনুযায়ী আপনার জন্মবার কী বলছে আপনার চরিত্র সম্বন্ধে

জ্যোতিষশাস্ত্র মতে, জন্মবারের মাধ্যমেই কোনও ব্যক্তির ব্যক্তিত্ব সহ তার চারিত্রিক দোষ-ক্রটিগুলি সম্বন্ধে ধারণা করা যায়। কোনও মানুষের ব্যক্তিত্ব, চারিত্রিক গুণাবলী সম্বন্ধে ধারণা করা যায় সেই ব্যক্তির জন্মবার থেকে। কারন, কোনও মানুষের ব্যক্তিত্ব বা চরিত্রের উপর জন্মবার বিশেষভাবে প্রভাব সৃষ্টি করে। মানুষের ব্যক্তিত্ব বা চারিত্রিক গুণাবলী নির্ধারিত থাকে তার জন্ম বার অনুযায়ী। তবে জেনে নেওয়া, আপনার জন্মবার কী বলছে আপনার চরিত্র সম্বন্ধে। কোনও ব্যক্তির জন্মবার যদি বুধবার হয় তবে, জেনে নিন কেমন মানুষ সেই ব্যক্তি- 

আরও পড়ুন- আপনার পছন্দের মানুষটিই কী হবে আপনার জীবনসঙ্গী, কী বলছে জ্যোতিষশাস্ত্র

এই দিনে জন্মগ্রহণকারী মানুষরা সাধারনত খেতে খুব ভালোবাসেন, ক্রোধী, লোভী, ধনী, অভিমানী, আত্মকেন্দ্রিক হয়ে থাকেন। 
এরা খুব সহজেই অন্যদের বিশ্বাস করেন এবং তাদের কাছের মানুষ মনে করেন।
একইসঙ্গে এই দিনের জাতকেরা নানান বিষয় পারদর্শী, ভোগী, উচ্চাভিলাষী, আশাবাদী ও চরিত্রবান হয়ে থাকেন
এরা সব সময় অপরকে সাহায্য করার জন্য এগিয়ে যান। 

আরও পড়ুন- সঠিক নিয়ম মেনে বাড়িতে রাখুন তুলসী গাছ, সংসারে ফিরবে শান্তি সমৃদ্ধি


এরা সাধারণত ধনবান, নাস্তিক ও ধর্ম শাস্ত্রে অবিশ্বাসী, ভোগী, স্বাধীনচেতা, অনুতাপহীন হয়ে থাকেন।
নিজেদের উপর এদের দৃঢ় আস্থা থাকে একইসঙ্গে এরা খুব সাহসী হন
বুধবারের যাদের জন্ম তারা দয়ালু, দাতা, শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ, পণ্ডিত ও ভোগী হয়ে থাকেন।

আরও পড়ুন- জেনে নিন এই বছরের শ্রীশ্রীশ্যামা পুজোর নির্ঘন্ট


অনেক সময় অন্যকে খুব সহজেই বিশ্বাস করে মনের সকল কথা বলে দিয়ে সমস্যায় পড়েন।
এরা একা থাকতে একদম পছন্দ করেন না। সব সময়ে অনন্দে থাকতে পছন্দ করেন।
এরা সবসময় নেতা হিসেবে থাকতে পছন্দ করেন। সকলেই এদের কথা শুনে চলবে, সম্মান করবে এমনটাই এদের কাম্য।
এরা খুব সহজেই রেগে যান, চিৎকার চেঁচামেচি করে ফেলেন।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল