কেমন যাবে সপ্তাহের প্রথম দিন- কী বলছে আজকের রাশিফল

Published : May 27, 2019, 09:18 AM IST
কেমন যাবে সপ্তাহের প্রথম দিন- কী বলছে আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কেমন যাবে সপ্তাহের প্রথম দিন জেনে নিন আজকের রাশিফল কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা

কেমন যাবে আজকের দিন? কার ভাগ্য দেবে সঙ্গ, আর কাকেই বা ফিরতে হবে খালি হাতে?- জেনে নিন কী বলছে আজকের রাশিফল। 

  • মেষ- আয় বৃদ্ধির নতুন কোনো পরিকল্পনা করতে পারেন। বেসরকারি চাকরির ক্ষেত্রে জটিলতা কেটে যেতে পারে। অপ্রিয় সত্যি কথা বলায় পরিবারে অশান্তির যোগ। আর্থিক লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। কেউ আপনার ক্ষতির চেষ্টা করবে। নিজের উপর বিশ্বাস রেখে চলুন।
  • বৃষ- কারও প্ররোচণায় ভুলবেন না। সৎ বন্ধুর সহযোগীতা পাবেন। আপনার বিচক্ষণতা ও পরিশ্রমের দ্বারা অনেক সমস্যার সমাধান হবে। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধিবে। আজকে প্রচুর ব্যয়ের যোগ রয়েছে। বুঝে খরচ করুন আজ। ভুল সিদ্ধান্তের ফলে সমস্যা দেখা দিতে পারে। 
  • মিথুন- ব্যবসায় উন্নতির ফলে অর্থলাভের যোগ রয়েছে আজ। প্রযুক্তিবিদদের পদোন্নতির যোগ আছে। কোনও ট্রেনিংয়ের জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আজ আবেগের বশে কোনও কাজ না করাই ভাল। 
  • কর্কট- বিশেষ কোনও কাজের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হবে।  আজকের দিনে বন্ধুর পরামর্শ গ্রহণ করাই ভাল। কিন্তু নিজে থেকে কাউকে কোনও উপদেশ দিতে যাবেন না। চাকরিক্ষেত্রে উপার্জন বৃদ্ধি পাবে। তবে অতিরিক্ত ব্যয়ের ফলে আজ সঞ্চয় হবে না।
  • সিংহ- চাকরিক্ষেত্রে সুনাম পাবেন। পুরনো কোনও সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ। বিশিষ্ট কোনো ব্যক্তির সহায়তায় ব্যবসায় প্রসার ঘটবে। কাজকর্মে মন বসবে না। সংসারে সুখ ফিরলেও খানিকটা অভাব-অনটনে কাটবে আজকের দিন।
  • কন্যা- উদাসীনতা ত্যাগ করলে সাফল্য পাবেন। মানসিক অবসাদ কাটিয়া ওঠার চেষ্টা করুন। কোনো বন্ধুর সহানুভূতি পাবেন। অন্যের কোনো কাজের দায়িত্ব নিয়ে নিজে বিপদে পড়তে পারেন। হঠাৎ কোনো সংবাদে চিন্তা বাড়বে। পুরনো কোনো ঋণ শোধ করে শান্তি পাবেন।
  • তুলা- স্বাস্থ্য বিশেষ ভালো যাবে না আজ। মাত্রাছাড়া রাগ ক্ষতি ডেকে আনতে পারে। ভাই-বোনদের সঙ্গে মনোমালিন্য দেখা দেবে। কৌশলের দ্বারা অর্থোপার্জন করবেন। বাবা-মায়ের প্রতি আপনার কর্তব্যবোধ ও দায়িত্ব থাকবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুবই ভাল। 
  • বৃশ্চিক- রোগে কষ্ট পেতে পারেন। বিবাহিত জীবন খুব একটা সুখকর হবে না। চাকরি অপেক্ষা ব্যবসায় শুভ ফল। কোনো বন্ধু দ্বারা উপকৃত হবেন। শিক্ষার্থীদের জন্য খুবই ভাল সময়। মনের যাবতীয় ভয় ও সংশয় কাটিয়ে ওঠার চেষ্টা করুন। প্রেমের সম্পর্কে শুভ যোগ রয়েছে। 
  • ধনু- আজ আপনার ব্যবহারে কেউ আঘাত পেতে পারে। ফলে কারওর সঙ্গে মনোমালিন্য দেখা দেবে। বিশেষর কর্মক্ষেত্রে বুঝে-শুনে বাক্য ব্যয় করুন। সন্তানদের গতিবিধি নিয়ে পরিবারে অশান্তির যোগ রয়েছে।
  • মকর- আরকের দিনে কোনও কারণবশত মন খারাপ থাকতে পারে। স্ত্রী-য়ের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে আজ। পাশাপাশি আয় বৃদ্ধির কারণে সংসারে অশান্তি দেখা দিতে পারে। চাকরিক্ষেত্রেও পরিবর্তন ঘটতে পারে। ভ্রমণের জন্য আদর্শ দিন।
  • কুম্ভ- পরিশ্রম করে যান, ফলের আশা করবেন না। খাওয়া-দাওয়ার ব্যাপারে অনিয়ম করলে সমস্যা দেখা দিতা পারে। আজ পারিবারিক ক্ষেত্রে অশান্তির যোগ রয়েছে। প্রিয়জনের শারিরীক অবনতির আশঙ্কা দেখা দিতে পারে।
  • মীন- আজ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। আপনার বর্তমান বছরে বিভিন্ন দিক থেকে উপার্জনের সুযোগ আসবে।  চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ রয়েছে। আজ বিয়ের কথা-বার্তা এগোতে পারে। 

PREV
click me!

Recommended Stories

জন্ম নক্ষত্র: এই নক্ষত্রে জন্মালে ২০২৬-এ কোটিপতি হওয়া নিশ্চিত! কারা আছেন তালিকায়?
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা