আপনার কি মেষ লগ্ন, তবে আপনার মধ্যে রয়েছে এই বিশেষ গুণ

Published : Apr 06, 2020, 12:25 PM IST
আপনার কি মেষ লগ্ন, তবে আপনার মধ্যে রয়েছে এই বিশেষ গুণ

সংক্ষিপ্ত

এই লগ্নের ব্যক্তিরা সব সময় কাজের মধ্যে থাকতে পছন্দ করেন ছোটবেলা থেকেই এরা তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক প্রকৃতির হয়ে থাকেন এই লগ্নের ব্যক্তিরা অন্যায় একদম সহ্য করতে পারে না এই জাতকের আর্থিক উন্নতি ব্যবসার মধ্যে দিয়েই হয়

মেষ লগ্নের জাতক-জাতিকাদের জীবনে প্রচুর সমস্যা ও উত্থান পতন থাকলেও, যে কোনও সমস্যা এরা সহজেই কাটিয়ে উঠতে পারে। যারা এদের মন জুগিয়ে চলতে পারে তাদের জন্য এরা সমস্তটাই ত্যাগ করে দিতে পারে। এদের উন্নতির জন্য খুব পরিশ্রম করতে হয়। সহজেই সাফল্য এদের ধরা দেয় না। এই লগ্নের ব্যক্তিরা অন্যায় একদম সহ্য করতে পারে না, তাই প্রতিবাদী হওয়ায় শত্রু সংখ্যা বৃদ্ধি পায়। এই জাতকের আর্থিক উন্নতি ব্যবসার মধ্যে দিয়েই হয়। এই জাতকের সব কিছুই খুবই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার। 

আরও পড়ুন- মহাবীর জয়ন্তী, জেনে নিন ঐতিহ্যবাহী এই দিনের গুরুত্ব

জ্যোতিষশাস্ত্র মতে, জন্মের সময় পৃথিবী যে রাশিকে অতিক্রম করে সেই রাশিকে জন্ম-লগ্ন বলে। এখন দেখে নেওয়া যাক মেষ লগ্নের জাতক- জাতিকার ব্যক্তিত্ব কেমন হয়। এই লগ্নের ব্যক্তিরা সব সময় কাজের মধ্যে থাকতে পছন্দ করেন। ছোটবেলা থেকেই এরা তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক প্রকৃতির হয়ে থাকেন। গুরুজন ও শ্রদ্ধেয় ব্যক্তিদের সর্বদা মান্য করে চলেন। কর্মময় জীবন এরা পছন্দ করেন।  এই লগ্নের ব্যক্তিত্বরা তোষামোদ প্রিয় ও বন্ধুবৎসল হলেও এরা সবার সঙ্গে মন খুলে মিশতে পারেন না।

আরও পড়ুন- আপনার হাতের রেখায় কি চতুর্ভুজ চিহ্ন রয়েছে, জেনে নিন জীবনে এর প্রভাব

এরা অত্যাধিক সাহসী এবং স্পষ্টভাষী, সেই কারনে খুব সহজেই বিপদে পড়তে হয়। তবে কোনও কিছুকেই এরা উপেক্ষা করেন না। কায়িক শ্রমের চেয়ে এরা মস্তিষ্কের শ্রমেই বেশি সফল। এই লগ্নের জাতক জাতিকারা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যাপক বিচারবোধ থাকার ফলে যে কোনও সিদ্ধান্ত এরা খুব দ্রুত নিতে পারে। এদের মতে উন্নতিই আসল, তা যে কোনও পরিস্থিতিতেই হোক না কেন।

PREV
click me!

Recommended Stories

১০০ বছর পর বিরল রাজযোগ! ২০২৬-এ বৃহস্পতি এবং শুক্রের সংযোগে এই ৫ রাশি ভরে উঠবে সম্পদ ও ঐশ্বর্যে
Love Horoscope: সঙ্গীর সঙ্গে প্রেমময় দিন কাটান! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল