কতটা পরিশ্রম করার ক্ষমতা আছে আপনার, জেনে নিন রাশি অনুযায়ী

  • কোনও মানুষই সাফল্যের জাদু কাঠি নিয়ে জন্মায় না
  • জীবনে সফল হওয়ার এক এবং অন্যতম জাদুকাঠি হল পরিশ্রম
  • পরিশ্রম ভাগ্যের প্রসূতি
  • জেনে নেওয়া যাক কোন রাশি কতটা পরিশ্রম করার ক্ষমতা রাখে

deblina dey | Published : Feb 6, 2020 5:30 AM IST / Updated: Feb 06 2020, 11:02 AM IST

কোনও মানুষই সাফল্যের জাদু কাঠি নিয়ে জন্মায় না। জীবনে সফল হওয়ার এক এবং অন্যতম জাদুকাঠি হল পরিশ্রম। যদি এই জাদুকাঠি আপনার কাছে থেকে থাকে তবে জীবনে সফল হতে আপনাকে আটকায় কার সাধ্য। পরিশ্রম ভাগ্যের প্রসূতি। কঠোর পরিশ্রমের ফলে সব কিছু অর্জন করা সম্ভব। কর্মের মাধ্যমে মানুষ তার ভাগ্য গড়ে তোলে। আর এই পরিশ্রমই সৌভাগ্য নিয়ে আসে মানব জীবনে। জ্যোতিষশাস্ত্র মতে, একজন মানুষ কতটা পরিশ্রমী হতে পারে বা কতটা কঠোর পরিশ্রম করতে পারে তা সেই ব্যক্তির রাশি অনুযায়ী অনুমান করা সম্ভব।

আরও পড়ুন- সকল ব্রতের সর্বশ্রেষ্ঠ মহাশিবরাত্রি ব্রত, রইল শিব চতুর্দশী পালনের নির্ঘন্ট

জ্যোতিষশাস্ত্র হল ব্যাপক, যা মূলত আকাশে অর্থের অনুসন্ধান করে। প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র মূলত প্রাথমিক মধ্যযুগীয় কিছু গ্রন্থের উপর ভিত্তি করে গড়ে ওঠেছিল। প্রতিটি শাস্ত্রের মতো জ্যোতিষশাস্ত্রেরও কিছু একক আছে। জন্মরাশি সেই এককগুলির একটি।পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্রের আবর্তন পথকে ৩৬০ ডিগ্রি সমমানের একটি বৃত্ত আকারে এঁকে ১২ টি অংশে বিভক্ত করলে প্রায় ৩০ ডিগ্রী সমমানের যে বৃত্তচাপ পাওয়া যায় তার প্রত‌্যেকটিকে এক একটি রাশি বলা হয়। বাংলায় বারোটি রাশির প্রচলিত নামগুলি হল ১) মেষরাশি ২) বৃষরাশি ৩) মিথুনরাশি ৪) কর্কটরাশি ৫) সিংহরাশি ৬) কন্যারাশি ৭) তুলারাশি ৮) বৃশ্চিকরাশি ৯) ধনুরাশি ১০) মকররাশি ১১) কুম্ভরাশি ১২) মীনরাশি। শিশুর জন্মের স্থানীয় সময়ে চন্দ্র যে রাশিতে থাকে সে রাশিকে শিশুর জন্মরাশি বলে। তবে রাশি অনুযায়ী জেনে নেওয়া যাক কোন রাশি কতটা পরিশ্রম করার ক্ষমতা রাখে।

আরও পড়ুন- মীন রাশির উপর কেমন প্রভাব থাকবে এই মাসে, দেখে নিন

মেষ- এই রাশির জাতকেরা বিলাসবহুল জীবন-যাপন বেশি পছন্দ করেন। সেই সঙ্গে নিজেদের লক্ষ্য পূরণ করার জন্য পরিশ্রম করতেও সক্ষম।  
বৃষ- এই রাশির জাতকেরা সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করেন। তবে পরিশ্রমের কাজ করার আগে বহুবার ভেবে নেয়।
মিথুন- এই রাশির জাতকেরা বহুমুখী প্রতিভার অধিকারী। পরিশ্রমের কাজ করতে সক্ষম হলেও তা খুব কম সময়ের জন্য।
কর্কট- এই রাশির জাতকেরা নিজের ইচ্ছের রিরুদ্ধে কাজ করতে পছন্দ করেন না, তবে ইচ্ছে থাকলে কঠোর পরিশ্রম করতে পারেন।   
সিংহ- এই রাশির জাতকেরা ভালবাসার প্রতীক। যদি কোনও কাজ তাঁদের ভাল লাগে তার জন্য কঠোর পরিশ্রম করতে সদা প্রস্তুত।
কন্যা- এই রাশির জাতকেরা পরিশ্রমের কাজ করতে পছন্দ করেন না, খুব দ্রুতই এরা বিরক্ত হয়ে যান।
তুলা- এই রাশির জাতকেরা খুব দ্রুত পরাজয় স্বীকার করে নেন। তাই তাঁরা জীবনে সাফল্যে লাভ করতে অনেক সময় লাগে।
বৃশ্চিক- এই রাশির জাতকেরা খুব ভেবে চিন্তে কাজ করেন। তাই অনেক সময় ভালো সুযোগ হাতছাড়া হয়ে যায়।
ধনু- এই রাশির জাতকেরা কুঁড়ে প্রকৃতির। এরা ঘুরতে খুব ভালবাসেন। পরিশ্রমের কাজ এরা একদম পছন্দ করেন না।
মকর- এই রাশির জাতকেরা অধিক পরিশ্রমের কাজ করতে সক্ষম এবং সব কাজ নিঁখুতভাবে করতে ভালোবাসেন।
কুম্ভ- এই রাশির জাতকেরা নিজেদের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করেন। তাঁরা কখনই পরিশ্রমের কাজ করতে ভয় পান না।   
মীন- এই রাশির জাতকেরা নিজেকে মোটিভেট করতে খুব ভালবাসেন। তাই নিজের লক্ষ্য পূরণ না হওয়া অবধি এঁরা থামেন না।  

Share this article
click me!