দোলে সাদা পোশাকে হোলি খেললে দূর হবে অশান্তি জেনে নিন কেন সাদা রং- কে বলা হয় অত্যন্ত শুভ

Published : Mar 16, 2022, 06:40 PM IST
দোলে সাদা পোশাকে হোলি খেললে দূর হবে অশান্তি জেনে নিন কেন সাদা রং- কে বলা হয় অত্যন্ত শুভ

সংক্ষিপ্ত

রঙের উৎসব দোল। তবে রঙের ও আছে নানান নেতিবাচক এবং ইতিবাচক ভূমিকা। সাধারণত, বেশিরভাগ মানুষই দোলের দিল সাদা রঙের পোশাক পরে থাকে। জ্যোতিষ শাস্ত্র মতে, সাদা রংকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আসুন জেনে নিই কেন এই রঙের উপকারিতাগুলি ঠিক কী কী?  

ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোলযাত্রার (Dolyatra) অনুষ্ঠান। পুরাণ মতানুসারে, দোলযাত্রার দিনই নাকি রাধাকে প্রেম নিবেদন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ  (Shri Krishna)। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয় বলে মনে করা হয়। দোল উৎসবের (Dol Festival) দিন এই ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা (Dol Purnima) বলা হয়। আবার এই দিনটিই শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হিসেবে উদযাপিত হয়। তাই এই দিনে পশ্চিমবঙ্গের মায়াপুর, নবদ্বীপের মতো জায়গাগুলিতে বিশেষভাবে উৎসবের আনন্দে মেতে ওঠেন সেখানকার মানুষ। চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমাও বলা হয়ে থাকে। দিন মনের সকল রাগ, অভিমান, গ্লানি ভুলে একে অপরকে দলের রঙে রাঙিয়ে দেন সকলে। কিন্তু এই রঙের কিছু শুভ এবং অশুভ দিক আছে। দোলের দিন সাদা পোশাক (White Clothes) পরিধানকে শুভ বলে মনে করা হয়। 

চলতি বছরের ১৮ ই মার্চ পালিত হবে দোল উৎসব এববং তাঁর পরদিন ১৯শে মার্চ উদযাপিত হবে হোলি (Holi)। দোলের সকালে অনেকেই রঙ খেলার সময় সাদা পোশাক পরে থাকেন, জ্যোতিষ শাস্ত্রে যার কিছু ইতিবাচক ভূমিকা রয়েছে। জেনে নেওয়া যাক কেন দোলের মত রঙের উৎসবে সাদা পোশাককেই শুভ বলে গণ্য করা হয়?

আরও পড়ুন- দামী রত্ন নিতে অসুবিধা, গাছের এই শিকড়েই মিলবে সুফল খুলবে ভাগ্য

আরও পড়ুন- ন্যাড়া পোড়ার সময় ভুলেও এই গাছের কাঠ ব্যবহার করবেন না, হতে পারে মারাত্মক সমস্যা

আরও পড়ুন- দোল উৎসব শুভ করতে রাশি অনুযায়ী ব্যবহার করুন রঙ, দেখে নিন কোন রাশির জন্য কোন রঙ শুভ

* সাদা রঙ হল সুখ ও সমৃদ্ধির প্রতীক  

সাদা রঙকে শান্তি, সুখ ও সমৃদ্ধির প্রতীক রূপে বিবেচনা করা হয়। সাদা রঙ মানুষের মনকে শান্ত রাখে। এই রঙ ঝগড়া, অশান্তি ভুলে মানুষকে আলিঙ্গন করতে শেখায়। তাই দোলের দিন সকালে সাদা পোশাক পড়লে তাকে ভালোবাসা, মানবতা এবং ভ্রাতৃত্ব প্রদর্শনের  সংকেত মনে করা হয়। যারা খুব ছোটোখাটো বিষয়ে মেজাজ হারিয়ে ফেলেন বা রেগে যান তাঁদের আরও বেশি করে দোলের দিন সাদা পোশাক পড়া উচিত বলে মনে করা হয়।  

* গ্রহের নেতিবাচক ক্ষমতা কমাতে সাহায্য করে সাদা রঙ 

হোলির আট দিন আগে হোলাষ্টক হয়। এই সময়ে সমস্ত শুভ কাজ বন্ধ হয়ে যায় কারণ এই সময়ে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্রহের নেগেটিভ শক্তিগুলি বৃদ্ধি পায়। এটি কমানোর জন্য যদি সাদা রঙের কাপড় ব্যবহার করা হয় তাহলে গ্রহের নেতিবাচক প্রভাব কোমর সম্ভাবনা থেকে বলে মনে করা হয়। 

* সূর্যের তাপ থেকে মুক্তি দেয় সাদা রঙ 

ফাল্গুন মাসে পালিত হয় দোল উৎসব, আর এই সময় শীতের প্রভাব কাটিয়ে বাতাস ক্রমশ উষ্ণ হয়ে ওঠে এবং সূর্যের তেজও প্রখর হতে শুরু করে। রোদের কারণে মানুষ অনেকসময় দুর্বল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সাদা রঙ মানুষকে শীতলতা দেয়। তাই সাদা পোশাক পরে প্রখর রোদে বের হওয়া সহজ বলে এদিন সাদা পোশাক পরা উচিত বলে মনে করা হয়। 

* শুভ বিজয় উদযাপন করতে সাদা রঙকে শুভ বলা হয়ে থাকে 

সাদা রঙ ন্যায় এবং কল্যাণের প্রতীক। হোলি খেলার একদিন আগে হোলিকা দহন করা হয় বাংলায় যা ন্যাড়াপোড়া নাম পরিচিত। এই হোলিকা দহনের হল মন্দের ওপর ভালোর জয় অর্থাৎ অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় উৎসব। আর যে কোনও বিজয় উৎসবেই সাদা রঙকে শুভ বলে গণ্য করা হয়। সেই কারণে বিজয়ের এই উৎসব পালনে সাদা রঙের পোশাক পরিধান করা শুভ বলে মনে করা হয়। 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল