Makar Sankranti 2022: মকর সংক্রান্তি উপলক্ষে প্রিয়জনকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছাবার্তা

Published : Jan 14, 2022, 11:06 AM IST
Makar Sankranti 2022: মকর সংক্রান্তি উপলক্ষে প্রিয়জনকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছাবার্তা

সংক্ষিপ্ত

শাস্ত্রে, মকর সংক্রান্তির দিনটির গুরুত্ব বিস্তর। এদিন পুণ্য লগ্নে স্নান করলে এবং দানধ্যান করলে পুণ্য লাভ হয়। এমনকী, মনে করা হয় এই দিন কোনও ব্যক্তির মৃত্যুর হলে তিনি মোক্ষ লাভ করেন। এদিন প্রিয়জনকে জানান শুভেচ্ছা। জেনে নিন কেমন শুভেচ্ছা বার্তা (Wish) পাঠাতে পারেন দেখে নিন। 

সারা দেশ জুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি (Makar Sankranti)। কোথাও অসমে মাঘ বিহু (Magh Bihu), বিহার ও গুজরাতে  উত্তরায়ণ (Uttarayan), কাশ্মীরে শায়েব ক্রান্ত, কর্ণাটকে ইল্লু বিল্লাহ নামে পালিত হচ্ছে আজকের দিনটি। উত্তর প্রদেশে খিচড়ি পরব, তামিলনাড়ুতে পোঙ্গল নামে পালিত হয় সংক্রান্তির দিন। এদিন কোথাও ফসল কাটা, কোথায় নতুন ফসল বপন করা হয়। পশ্চিমবঙ্গে এদিন পুজিত হল সূর্যদেব।  শাস্ত্র মতে, সূর্য এদিন ধনু রাশি ছেড়ে প্রবেশ করে মকর রাশিতে। এদিন গঙ্গা সাগর কিংবা কোনও পবিত্র নদীতে স্নান করাকে শুভ মনে করা হয়। এবছর পুণ্যস্নানের শুভ সময় ৭.১৫ থেকে শুরু হয়েছে। তলবে সন্ধ্যা ৫.৪৪ পর্যন্ত। মহাপুণ্য কাল সকাল ৯টা থেকে ১০.৩০ পর্যন্ত। এরপর দুপুর ১.৩২ থেকে ৩.২৮ পর্যন্ত চলবে। শাস্ত্রে, মকর সংক্রান্তির দিনটির গুরুত্ব বিস্তর। এদিন পুণ্য লগ্নে স্নান করলে এবং দানধ্যান করলে পুণ্য লাভ হয়। এমনকী, মনে করা হয় এই দিন কোনও ব্যক্তির মৃত্যুর হলে তিনি মোক্ষ লাভ করেন। এদিন প্রিয়জনকে জানান শুভেচ্ছা। জেনে নিন কেমন শুভেচ্ছা বার্তা (Wish) পাঠাতে পারেন দেখে নিন। 

  • শুভ মকর সংক্রান্তি। দিনটি তোমার জন্য শুভ হোক। আগামী সময় জীবন হোক আনন্দময়। 
  • শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন। মকর সংক্রান্তির শুভ দিনে আপনার জন্য রইল শুভেচ্ছা। 
  • মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজ সূর্যদেবের কৃপা লাভ করুন। 
  • এই মকর সংক্রান্তি আপনার জীবনে মঙ্গল, শান্তি, সুস্বাস্থ্য এবং সুখের সুচনা করুক। শুভ মকর সংক্রান্তি।
  • আছি অনেক দূরে তবুও  তোমার পাশেই আছি। শুভ মকর সংক্রান্তি ২০২২। আগামী দিনগুলো শুভ হোক।  
  • মকর সংক্রান্তির শুভ দিনে আপনার সুস্বাস্থ্য, শান্তি ও সুখ কামনা করি। রইল শুভেচ্ছা। 
  • এই মকর সংক্রান্তিতে আপনার সকল মনষ্কামনাপূরণ হোক। আপনার জীবনে দুঃখ ঘুচে যাক। আজ মকর সংক্রান্তির আনন্দ উপভোগ করুন। 
  • গুড়ের মিষ্টি স্বাদ আর তিলের উষ্ণতা আপনার জীবন সুখময় করে তুলুক। রইল মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা।  
  • মকর সংক্রান্তির শুভ দিনে, আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হোক। রইল মকর সংক্রান্তির শুভ কামনা। 
  • নতুন লক্ষ্যের দিকে এগিয়ে চলুন, পূর্ণ হোক সকল চেষ্টা। মকর সংক্রান্তি ২০২২। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। 

আরও পড়ুন: Makar Sankranti 2022: মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানে পূণ্যলাভ সম্ভব, কেন প্রচলিত এই রীতি

আরও পড়ুন: Makar Sankranti 2022: মকর সংক্রান্তির দিন ভাগ্য বদলাতে দেবতার আরাধনা করুন, জেনে নিন কোন পুজো করবেন

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল