শাস্ত্রে, মকর সংক্রান্তির দিনটির গুরুত্ব বিস্তর। এদিন পুণ্য লগ্নে স্নান করলে এবং দানধ্যান করলে পুণ্য লাভ হয়। এমনকী, মনে করা হয় এই দিন কোনও ব্যক্তির মৃত্যুর হলে তিনি মোক্ষ লাভ করেন। এদিন প্রিয়জনকে জানান শুভেচ্ছা। জেনে নিন কেমন শুভেচ্ছা বার্তা (Wish) পাঠাতে পারেন দেখে নিন।
সারা দেশ জুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি (Makar Sankranti)। কোথাও অসমে মাঘ বিহু (Magh Bihu), বিহার ও গুজরাতে উত্তরায়ণ (Uttarayan), কাশ্মীরে শায়েব ক্রান্ত, কর্ণাটকে ইল্লু বিল্লাহ নামে পালিত হচ্ছে আজকের দিনটি। উত্তর প্রদেশে খিচড়ি পরব, তামিলনাড়ুতে পোঙ্গল নামে পালিত হয় সংক্রান্তির দিন। এদিন কোথাও ফসল কাটা, কোথায় নতুন ফসল বপন করা হয়। পশ্চিমবঙ্গে এদিন পুজিত হল সূর্যদেব। শাস্ত্র মতে, সূর্য এদিন ধনু রাশি ছেড়ে প্রবেশ করে মকর রাশিতে। এদিন গঙ্গা সাগর কিংবা কোনও পবিত্র নদীতে স্নান করাকে শুভ মনে করা হয়। এবছর পুণ্যস্নানের শুভ সময় ৭.১৫ থেকে শুরু হয়েছে। তলবে সন্ধ্যা ৫.৪৪ পর্যন্ত। মহাপুণ্য কাল সকাল ৯টা থেকে ১০.৩০ পর্যন্ত। এরপর দুপুর ১.৩২ থেকে ৩.২৮ পর্যন্ত চলবে। শাস্ত্রে, মকর সংক্রান্তির দিনটির গুরুত্ব বিস্তর। এদিন পুণ্য লগ্নে স্নান করলে এবং দানধ্যান করলে পুণ্য লাভ হয়। এমনকী, মনে করা হয় এই দিন কোনও ব্যক্তির মৃত্যুর হলে তিনি মোক্ষ লাভ করেন। এদিন প্রিয়জনকে জানান শুভেচ্ছা। জেনে নিন কেমন শুভেচ্ছা বার্তা (Wish) পাঠাতে পারেন দেখে নিন।