রাশি বলে দেবে আপনার শ্বশুরের স্বভাব কেমন, শাস্ত্র মতে রক্ষণশীল স্বভাবে হন এরা

রাশি চক্রে উল্লেখ আছে ১২টি রাশির কথা। শাস্ত্র মতে, জন্ম সময়ের নিরিখে ব্যক্তির রাশি বিচার করা হয়। প্রতিটি রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সে কারণে ব্যক্তির মানসিকতার সঙ্গে তফাৎ রয়েছে বিস্তর। রাশি চক্রের প্রতিটি রাশির একে অপরের সঙ্গে তফাৎ রয়েছে বিস্তর। আজ রইল এমনই চার রাশির কথা। এই রাশির শ্বশুরা একটু বেশিই রক্ষণশীল হন।  

রাশি চক্রে উল্লেখ আছে ১২টি রাশির কথা। শাস্ত্র মতে, জন্ম সময়ের নিরিখে ব্যক্তির রাশি বিচার করা হয়। প্রতিটি রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সে কারণে ব্যক্তির মানসিকতার সঙ্গে তফাৎ রয়েছে বিস্তর। রাশি চক্রের প্রতিটি রাশির একে অপরের সঙ্গে তফাৎ রয়েছে বিস্তর। আজ রইল এমনই চার রাশির কথা। এই রাশির শ্বশুরা একটু বেশিই রক্ষণশীল হন।  

মিথুন রাশি- মিথুন রাশির লোকেরা অনেক সময় পরিবর্তনের সহজে মানিয়ে নিতে পারেন না। জেনারেশন গ্যাপের কারণে পরিবারের ছোট সদস্যেদের সঙ্গে এদের মানসিকতার মিল হয় না। মানসিক দ্বন্দ্ব  চলতে থাকে। এই রাশির ছেলেরা রক্ষণশীল স্বভাবের হন। তারা আশা করেন বিয়ের পর তার তৈরি করা নিয়ম তার পুত্রবধূ বহন করবেন। 

মীন রাশি- তর্ক, ঝগড়া একেবারে পছন্দ করেন না। এরা সব সময় চান পারিবারিক শান্তি বজায় থাকুন। এরা সে কারণে পুত্রবধূর ওপর চাপ সৃষ্টি করেন। তার পরিবারের নিয়ম মেনে চলার জন্য চাপ দেন পুত্রবধূকে। এই নিয়ে মানসিক দ্বন্দ্ব  চলতে থাকে, তাদের মধ্যে। এরা সব সময় মনে করেন, তার ধারণা মতে চলবেন পুত্রবধূ। 

কন্যা রাশি- এই রাশির শ্বশুরদের মানসিকতা নিয়ে নানা রকম সমস্যা হয় পরিবারে। এরা মনে করেন মেয়েরা শুধু রান্নাঘরে থাকবেন। এই নিয়ে বাড়ির মহিলা সদস্যদের সঙ্গে সমস্যা চলতে থাকে। এরা স্বভাবে খুবই রক্ষণশীল হন। তারা আশা তরেন তাদের তৈরি করা নিয়ম সব সময় খাটবে পরিবারে। এরা আশা করেন পুত্রবধূরা চাকরির পরিবর্তে বাড়িতে থেকেই সংসার চালাবেন। 

তুলা রাশি- তুলা রাশির শ্বশুরা ছেলের বউয়ের কাছ থেকে অযৌক্তিক প্রত্যাশা রাখেন। এরা চান এদের ছেলে বউরা সব সময় শাড়ি পড়বেন। পাশ্চাত্য পোশাকে এদের আপত্তি। তেমনই এরা সব সময় আশা করেন তার এদের তৈরি করা নিয়ম মেনে চলবেন পুত্রবধূরা।  এই চার রাশির শ্বশুরা খুবই রক্ষণশীল হন।  

শাস্ত্র মতে, রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সে কারণে আমাদের সকলে চারিত্রিক বৈশিষ্ট্য একে অন্যের থেকে আলাদা। কেউ শান্ত তো কেউ তেজী, কেউ ধূর্ত তো কারও বুদ্ধি কম। আমাদের সঙ্গে সঙ্গেই সকলের রয়েছে বিস্তর তফার। শাস্ত্র মতে, রাশি অনুসারে হয় এমন ভেদ। এক এক রাশির, মানসিকতা ও স্বভাব এক এক রকম। 

আরও পড়ুন- ভাগ্যবানদের হাতের তালুতেই থাকে রেখা থাকে, যা সহজেই ধনী করে তোলে

Latest Videos

আরও পড়ুন- কুবেরের এই শক্তিশালী মন্ত্রগুলি জপ করলে দারিদ্র্য দূর হবে চোখের পলকে

আরও পড়ুন- ১৫ জুন রাশি পরিবর্তন করবে সূর্য, ভাগ্য বদলাতে চলেছে এই ৩ রাশির
 

Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari