এদের মিথ্যা ধরা কঠিন, এই চার রাশির ছেলে মেয়েদের ফাঁদে ভুলেও পা দেবেন না

Published : Oct 19, 2022, 12:40 PM IST
এদের মিথ্যা ধরা কঠিন, এই চার রাশির ছেলে মেয়েদের ফাঁদে ভুলেও পা দেবেন না

সংক্ষিপ্ত

রইল চার রাশির কথা। এই চার রাশির ফাঁদে ভুলেও পা দেবেন না। শাস্ত্র মতে, এরা মিথ্যা কথা বলতে পারদর্শী। এদের মিথ্যা ধরাও খুবই কঠিন। দেখে নিন তালিকা। 

আমরা সকলেই একে অপরের থেকে ভিন্ন। আমাদের মধ্যে কেউ দয়াবান, কেউ পরোপকারী। তেমনই কেউ স্বার্থপর। কেউ নম্র তো কেউ উদ্ধত। তেমনই কেউ বোকা তো কেউ ধূর্ত। তেমনই কারও ব্যক্তিত্ব আকর্ষণীয় তো কারও কথা বলার ধরন। কেউ লোককে কথার জালে ফাঁসাতে পারদর্শী তো কেউ সৎ। আসলে, শাস্ত্র মতে এর কারণ আমাদের রাশি। শাস্ত্রে উল্লেখ আছে ১২টি রাশির কথা। মেষ থেকে মীন- এই সকল রাশিরই অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে এমন তফাত। শাস্ত্র মতে, প্রতিটি রাশির গ্রহ আলাদা। সে কারণে সকলের চরিত্রে এমন তফাত। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির ফাঁদে ভুলেও পা দেবেন না। শাস্ত্র মতে, এরা মিথ্যা কথা বলতে পারদর্শী। এদের মিথ্যা ধরাও খুবই কঠিন। দেখে নিন তালিকা। 

মিথুন রাশি    
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা ছোট থেকেই মিথ্যা বলতে ওস্তাদ। এরা কথার জালে অন্যকে ফাঁসাতে পারে। এই রাশির ছেলে মেয়েরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে।   

কর্কট রাশি
রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। সহানুভূতি অর্জন করেন এরা। এই রাশির ছেলে মেয়েরা দ্বিমুখী ও বিশ্বাসঘাতক হয়ে থাকেন। এরা অন্যকে প্রতারণা করেন। এই রাশির ছেলে মেয়েরা কথার জালে অন্যকে ফাঁসাতে পারেন। 

বৃশ্চিক রাশি
রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এদের মিষ্টি কথায় সকলে ফেঁসে যায়। এই রাশির ছেলে মেয়েরা মিথ্যা কথা বলতে ওস্তাদ। এদের মিথ্যা ধরা খুবই কঠিন। স্মার্টলি এমন ভাবে মিথ্যা বলেন যে কেউ সত্য উদঘাটন করতে পারেন না। এদের থেকে দূরে থাকুন। এদের কোনও কথা বিশ্বাস করার আগে যাচাই করে নিন।  

মেষ রাশি
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা সহজে কথার জালে অন্যকে ফাঁসাতে পারেন। এদের থেকে দূরে থাকুন। এরা মিথ্যা কথা এমন ভাবে উপস্থাপন করেন যে কেউ তা নির্নয় করতে পারবেন না। এদের ব্যক্তিত্ব সকলের নজর কাড়ে। আর সেই ব্যক্তিত্বের বলে এরা সকলকে বোকা বানায়। এদের ফাঁদে ভুলেও পা দেবেন না। কোনও কথা বিশ্বাস করার আগে যাচাই করে নিন। 

 

আরও পড়ুন- প্রাক্তনকে ভুলতে অনুসরণ করুন জ্যোতিষ উপায়, বিশেষ কয়টি টিপস রইল তুলা রাশির জন্য

আরও পড়ুন- স্বাস্থ্যের দিকে সব সময় থাকে নজর, Fitness Freak তকমা পান এই চার রাশি, রইল তালিকা

আরও পড়ুন- কিছুতেই প্রাক্তনকে ভুলতে পারছেন না? আপনার রাশি যদি হয় ধনু তাহলে মেনে চলুন এই টোটকা

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল