এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর, জেনে নিন বিস্তারিত

বছরের চতুর্থ মাস এপ্রিল। পাশাপাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের চতুর্থ মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ইংরেজি বছরের চতুর্থ মাস এপ্রিল। বাংলার নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩০ দিন। বাংলার প্রখর দবদাহের সূচণা ও বৈশাখী ঝড় ঝঞ্জার মধ্যে দিয়ে প্রকৃতি সেজে ওঠে নিজের অন্য এক রূপে। বসন্তের সাজসজ্জা ত্যাগ করে ঝলসে যাওয়া তাপপ্রবাহে এক অন্য রূপে সেজে ওঠে প্রকৃতি। ইংরেজি বছরের চতুর্থ মাস এপ্রিল কেমন প্রভাব ফেলবে রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশির উপর জেনে নেওয়া যাক-
তুলা রাশির ব্যক্তিত্ব
রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এদের মধ্যে যে লক্ষণ সাধারণত দেখা যায়, তা হল— এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। তুলা, মেষ, কুম্ভ ও মিথুন  রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। এরা খেতে ও খাওয়াতে খুব পছন্দ করেন। চাকরি অপেক্ষা ব্যবসা জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। ভীরের চেয়ে একাকী থাকতে বেশি পছন্দ করে। বিচার বিশ্লেষণ শক্তি প্রবল। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
তুলা রাশির উপর ফেব্রুয়ারি মাসের প্রভাব 
এপ্রিল মাসে তুলা রাশির তৃতীয় কাউকে নিয়ে অশান্তি বাড়তে পারে। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। এই মাসে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। অফিসে কোনও শুভ খবর পেতে পারেন এই মাসে। অভিভাবকদের সাহায্যে ব্যবসায় ক্ষতির আশঙ্কা কেটে যেতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সম্মান বাড়তে পারে। প্রেমের সম্পর্ক এই মাসে খুব একটা সুখের হবে না। বাড়িতে কোনও শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। চাকুরীজীবীদের জন্য ভালো সময়। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। 

আরও পড়ুন- চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Latest Videos

আরও পড়ুন- চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News