তুলসী গাছ কোন সময়ে স্পর্শ করবেন না? জেনে নিন কিছু নিয়ম

শাস্ত্রমতে, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তুলসী গাছের সামনে পুজো করা গৃহস্থের পক্ষে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই তুলসী মঞ্চে ও তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত রয়েছে।

হিন্দু সম্প্রদায়ের কাছে তুলসী গাছ অত্যন্ত পবিত্র। এই গাছকে ঈশ্বর রূপে পুজো করেন সকলে। প্রতিটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে এই গাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। শাস্ত্রমতে, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তুলসী গাছের সামনে পুজো করা গৃহস্থের পক্ষে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই তুলসী মঞ্চে ও তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত রয়েছে। তবে তুলসি গাছ কিন্তু কখন কখন হাত দিয়ে ধরতে নেই। সে তথ্য জানতেন কি। 

তুলসী গাছের আধ্যাত্বিক গুরুত্ব অপরিসীম। তুলসীকে ঘিরে কথিত রয়েছে অসংখ্য কাহিনী। তুলসী গাছের যেমন অলৌকিক গুণ রয়েছে, তেমনই ভেষজ বিদ্যার তুলসী গাছ পাতার গুরুত্ব অপরিসীম।

Latest Videos

বাস্তুমতে বাড়িতে প্রতিটি বস্তু বা জিনিস রাখার নির্দিষ্ট দিক ও নিয়ম আছে। পাশাপাশি বাস্তু মতে, বাস্তুর জন্য তুলসী গাছ অত্যন্ত শুভ। তুলসীকে লক্ষীর অবতার বলে মনে করা হয়। পুরাণ মতে, যে বাড়িতে তুলসী গাছ আছে এবং নিয়মিত তার পুজো করা হয়, সেই বাড়িতে  সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। তবে, সঠিক নিয়ম মেনে তবেই বাস্তু তে তুলসী গাছ রাখতে হলে, অন্যথায় হতে পারে মহা বিপদ। আর নিয়ম মেনে যদি বাড়িতে তুলসী গাছ রাখতে পারেন, তবে সহজেই সংসারে ফিরে আসবে সুখ ও সমৃদ্ধি।

বাড়িতে যদি তুলসী গাছ রাখে তাহলে কিছু নিয়ম পালন করলে জীবনে অভাব অনটন দূর হয়। পাশাপাশি সুখ শান্তিতে ভরে ওঠে জীবন। প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা নাকি ঘরে প্রবেশ করতে পারে না। বাড়িতে তুলসী গাছ রোপণ করলে গাছের মূল যত বিস্তৃত হয় ততই বিস্তৃত হয় পূণ্য লাভ।

বাস্তুশাস্ত্র মতে একাদশী রবিবার এবং যেকোন মঙ্গলবার তুলসী গাছ থেকে পাতা তুলতে নেই। বিষ্ণু পুরাণ অনুযায়ী একাদশী, দ্বাদশী, সংক্রান্তি, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সন্ধ্যাবেলায় তুলসী পাতা ছেঁড়া উচিত নয়।

যেখানে সেখানে তুলসী গাছ না বসিয়ে বাড়ি থেকে একটু বেরিয়ে এসে উঁচু মঞ্চ তৈরি করে তুলসী গাছ রাখতে হবে। তুলসী গাছে জল দেওয়ার সময় বলতে হবে, “মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্দ্ধিনী, আদি ব্যাধি হরা, নিত্য তুলসী ত্ব নমস্তুতে”, এতে দেবী সন্তুষ্ট হন।

কোনো কারণ ছাড়া তুলসীর পাতা ছিঁড়বেন না। তুলসী পাতা তোলার আগে হাততালি দিয়ে তুলসী পাতা তুলবেন। তার আগে বলবেন “ওম ভদ্রায় নমঃ”। প্রতিদিন নিয়ম করে তুলসী পূজা করুন। সুখ, শান্তি বজায় থাকবে। অর্থনৈতিকভাবে সুখ ফিরে আসবে।

যখন-তখন তুলসীপাতা তুলবেন না। তুলসী পাতা তোলার সময়ও কিছু নিয়ম মাথায় রাখতে হয়। শুদ্ধ কাপড়ে স্নান করে তবেই তুলসী পাতা তুলতে হয়।

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ