তুলা রাশির মেয়েদের মন জয় করতে চান? মেনে চলুন এই বিশেষ ৪ টোটকা

Published : May 18, 2022, 05:17 PM IST
তুলা রাশির মেয়েদের মন জয় করতে চান? মেনে চলুন এই বিশেষ ৪ টোটকা

সংক্ষিপ্ত

আজ এক বিশেষ টিপস রইল তুলা রাশির মেয়েদের প্রসঙ্গে। তুলা রাশির কোনও মেয়েকে আপনার পছন্দ হতেই পারে। কিন্তু, তার মন হয় করা বেশ কঠিন। এই রাশির মেয়েদের মনের ভাবনা সহজে বোঝা যায় না। সে কারণে কী করলে এরা খুশি হয়, তা অনেকেই বুঝে উঠতে পারেন না। আজ টিপস রইল সেই প্রসঙ্গে।

রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। জ্যোতিষ মতে এরা সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয় হয়ে থাকেন। এরা ভাবপ্রবণ ও বিজ্ঞ স্বভাবের মানুষ। তুলা, মেষ, কুম্ভ ও মিথুন রাশির সঙ্গে সম্পর্কে খুশি হন তুলা রাশির জাতক জাতিকারা। আজ এক বিশেষ টিপস রইল তুলা রাশির মেয়েদের প্রসঙ্গে। তুলা রাশির কোনও মেয়েকে আপনার পছন্দ হতেই পারে। কিন্তু, তার মন হয় করা বেশ কঠিন। এই রাশির মেয়েদের মনের ভাবনা সহজে বোঝা যায় না। সে কারণে কী করলে এরা খুশি হয়, তা অনেকেই বুঝে উঠতে পারেন না। আজ টিপস রইল সেই প্রসঙ্গে। তুলা রাশির মেয়ের মন জয় করতে চাইলে মেনে চলুন এই চারটি টিপস।
    
বিনয়ী হন তুলা রাশির মেয়েদের প্রতি। এরা বিনয়ী স্বভাবের মানুষ খুবই পছন্দ করে থাকেন। তাই এদের সঙ্গে চেঁচিয়ে কথা বলবেন না। এদের সামনে মেজাজ ধরে রাখুন। তুলা রাশির মেয়ের মন জয় করতে গেলে অবশ্যই মেনে চলুন এই টোটকা।  

সুসজ্জিত হন। ডেটিং এ যাওয়ার আগে সঠিক পোশাক পরুন। সঙ্গে পরুন মানানসই জুতো। এরা ব্যক্তির বাহ্যিক সৌন্দর্যের ব্যাপারে খুবই সতর্ক থাকেন। এদের সঙ্গে সব সময় ফিটফাট হয়ে দেখা করতে যাবেন। 

এরা নিজের প্রশংসা শুনতে খুবই পছন্দ করে থাকেন। তুলা রাশির মেয়ের মন জয় করতে তার প্রশংসা করুন। কিন্তু, প্রশংসা করতে গিয়ে অধিক বাড়িয়ে বলবেন না। এতে নিজেরাই সমস্যায় পড়বেন। তাছাড়া, এরা সকলের আলোচনার মধ্যমণি হতে পছন্দ করেন। তাই তাদের মন জয় করতে চাইলে বেশি গুরুত্ব দিন। এরা এতে খুবই খুশি হন। 
 
রোম্যান্টিক স্বভাবের মানুষ খুবই পছন্দ করেন তুলা রাশির মেয়েরা। তাই এই রাশির মন জয় করতে চাইলে তাঁকে কোনও ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যেতে পারেন। কিংবা, রোম্যান্টির কোনও স্থানে নিয়ে যায়। তার প্রতি আপনার ভালোভাসা সুন্দর ভাবে বহিঃপ্রকাশ করুন। এতে অবশ্যই সে আপনার অনুভূতি বুঝতে পারবে। তুলা রাশির মেয়েদের মন জয় করতে চান? মেনে চলুন এই বিশেষ ৪ টোটকা। এই রাশির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিয়ে তার সঙ্গে সম্পর্কে জড়ান। তার মন কী চায়, তা আগে থেকে বুঝে নিলে সম্পর্ক সুন্দর হবে। 

আরও পড়ুন- কুষ্ঠিতে শুক্রের অবস্থান দুর্বল? জেনে নিন এর প্রভাবে কী কী ঘটতে পারে জীবনে

আরও পড়ুন- স্নানের সময় এই বিশেষ টোটকা মেনে চলুন, বেতন বৃদ্ধি হবে কয়েকদিনেই

​​​​​​​আরও পড়ুন- চিনে নিন এই পাঁচ রাশির ছেলে মেয়েদের, সঙ্গীর প্রতি সহজে বিরক্ত হয়ে যান এরা
 
 

PREV
click me!

Recommended Stories

Weekly Horoscope: বর্ষশেষের এই সময়ে ১২ রাশির কেমন কাটবে এই সপ্তাহ! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
মঙ্গল গোচর ২০২৫: রাশি পরিবর্তনে এই মাসেই খুব খারাপ সময় শুরু হতে চলেছে ৫ রাশির