সংক্ষিপ্ত

সুখী দাম্পত্য জীবন সকলেরই কাম্য। দাম্পত্য জীবনের সুখ অনেকাংশে নির্ভর করে ব্যক্তির কোষ্ঠীতে গ্রহের অবস্থানের ওপর। শাস্ত্র অনুসারে, কোষ্ঠীতে শুক্রের দোষ থাকলে বৈবাহিক জীবনে সুখের ঘাটতি হয়। দাম্পত্য অশান্তি লেগে থাকে। এমনকী, মতবিরোধ, ভুল বোঝাবুঝির মতো সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে, দরিদ্র্যের আগমন ঘটে শুক্রের অবস্থান দুর্বল হবে।

কখনও সময় ভালো যায় তো কখনও খারাপ। অনেক সময় হাজার পরিশ্রম করেও কোনও কাজে সফল হন না। তো কোনও সময় পরের পর ক্ষতি হতে থাকে। জ্যোতিষ মতে, এই খারাপ সময়ের কারণ হতে পারেন গ্রহের প্রভাব। শাস্ত্র অনুসারে, বিভিন্ন গ্রহের প্রভাব পড়ে আমাদের জীবনের ওপর। জ্যোতিষ শাস্ত্রে ১২টি গ্রহের উল্লেখ আছে। কারও অবস্থান ভালো হলে সময় ভালো কাটবে, আবার খারপ হলে উলটো। আজ রইল শুক্র গ্রহের কথা। 

শাস্ত্র মতে, শুক্রকে ভোগ বিলাসের কারক হিসেবে ধরা হয়। শুক্র প্রেম, প্রীতি, ভোগ করার ইচ্ছে প্রকাশ করে এই গ্রহ। শাস্ত্র মতে, কুণ্ডলীতে শুক্রের প্রভাব থাকলে কামনা, শান্তি, প্রফুল্লতা, বিলাসিতার ইচ্ছে জাগে। শুক্রের অশুভ প্রভাব পড়লে মাদকাশক্তি, ভীতু স্বভাবের মতো খারাপ জিনিস দেখা দিতে থাকে। 

কোষ্ঠীতে শুক্র শক্তিশালী স্থানে থাকলে তার প্রভাব চেহারাতেও পড়ে। এক্ষেত্রে, ব্যক্তির সুন্দর সুঠাম দেব, উজ্জ্বল চোখ, সুন্দর মুখোমন্ডল দেখা যায়। তেমনই শুক্রের অবস্থান দুর্বল হলে দেখা দেয় নানারকম ব্যধী। হাঁপানি, শ্লেষ্মা, যৌন ব্যাধি হয়। তেমনই গর্ভাশয়ের রোগ হতে পারে শুক্রের অবস্থান দুর্বল হলে। 

অন্যদিকে, সুখী দাম্পত্য জীবন সকলেরই কাম্য। দাম্পত্য জীবনের সুখ অনেকাংশে নির্ভর করে ব্যক্তির কোষ্ঠীতে গ্রহের অবস্থানের ওপর। শাস্ত্র অনুসারে, কোষ্ঠীতে শুক্রের দোষ থাকলে বৈবাহিক জীবনে সুখের ঘাটতি হয়। দাম্পত্য অশান্তি লেগে থাকে। এমনকী, মতবিরোধ, ভুল বোঝাবুঝির মতো সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে, দরিদ্র্যের আগমন ঘটে শুক্রের অবস্থান দুর্বল হবে। তাই জীবনের একাধিক সমস্যা সমাধানে সবার আগে দেখে নিন আপনার কুন্ডলীতে কোন গ্রহর অবস্থান কী রকম। যদি শুক্রের অবস্থান দুর্বল থাকে তাহলে মেনে চলতে পারেন বিশেষ টোটকা। দেবী লক্ষ্মীর আরাধনা করুন। একে শুক্রের অবস্থানের উন্নতি হবে। 
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করুন। এতে উপকার পাবেন। শুক্রের অবস্থান উন্নতি হবে। তেমনই মা লক্ষ্মীর কৃপায় সকল দোষ কেটে যাবে। আর্থিক জটিলতা থাকলে তার থেকে মুক্তি পাবেন মা লক্ষ্মীর পুজো করলে। প্রতি সপ্তাহে লক্ষ্মীর পাঁচালি পড়তে পারেন। এতেও উপকার পাবেন। তেমন হবে বিভিন্ন টোটকা মেনে মা লক্ষ্মীর পুজো করুন। এতে, কুষ্ঠিতে যেমন শুক্রের অবস্থানের পরিবর্তন হবে, তেমনই ঘটবে আর্থিক উন্নতি।  

আরও পড়ুন- স্নানের সময় এই বিশেষ টোটকা মেনে চলুন, বেতন বৃদ্ধি হবে কয়েকদিনেই

আরও পড়ুন- চিনে নিন এই পাঁচ রাশির ছেলে মেয়েদের, সঙ্গীর প্রতি সহজে বিরক্ত হয়ে যান এরা

​​​​​​​আরও পড়ুন- সংসার অর্থ কর্মক্ষেত্রের সমস্যায় জর্জরিত, রক্ষার পথ দেখাবে 'লাল বই'-এর এই প্রতিকার